ছবি: সংগৃহীত
জাতীয়
মানবতাবিরোধী অপরাধে নতুন অধ্যায়

১৫ সেনা কর্মকর্তা কারাগারে, শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

সান নিউজ অনলাইন 

আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি টিএফআই-জেআইসি সেলের অধীনে সংঘটিত গুম ও খুন এবং জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত একইসঙ্গে মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক ব্যক্তিদের আদালতে হাজির করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

সেনা সদর থেকে নিশ্চিতকরণ
এর আগে ১১ অক্টোবর সেনা সদর এক সংবাদ ব্রিফিংয়ে জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, “সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ২৫ জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে এলপিআরে থাকা একজন ও সার্ভিসে থাকা ১৫ জনসহ মোট ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয়। ৯ অক্টোবরের মধ্যে উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়েছিল।”

তিনি আরও জানান, “মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন হাজির হয়েছেন। এলপিআরের একজনসহ মোট ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। একজন আত্মগোপনে, আর বাকি ৯ জন বর্তমানে অবসরে।”

আলোচনার কেন্দ্রবিন্দু
দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি নজিরবিহীন। ট্রাইব্যুনাল গত ৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ সেনা বাহিনীর মোট ২৫ কর্মকর্তা রয়েছেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে

এই নির্দেশ কার্যকর হওয়ার মধ্য দিয়েই বুধবার সকালে আদালতের আদেশে ১৫ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানো হয়

আদালত পর্যবেক্ষণ
ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে জানায়, “গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রাষ্ট্রের ভাবমূর্তি, নিরাপত্তা ও নাগরিক অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। অভিযোগের গভীরতা বিবেচনায় তদন্তের সময় আসামিদের হেফাজতে থাকা জরুরি।”

প্রসঙ্গ
আওয়ামী লীগের ক্ষমতাকালে টিএফআই (টাস্ক ফোর্স ইন্টাররোগেশন) ও জেআইসি (জয়েন্ট ইন্টাররোগেশন সেল)-এর কার্যক্রম নিয়ে একাধিক মানবাধিকার সংস্থা পূর্বে উদ্বেগ প্রকাশ করেছিল। ওই সময় গুম, খুন ও বেআইনি আটক সংক্রান্ত অভিযোগগুলো পুনরায় আলোচনায় আসে চলতি বছরের জুলাই-আগস্টে ট্রাইব্যুনালে দায়ের হওয়া তিনটি নতুন মামলার পর।

পরবর্তী শুনানি: ২০ নভেম্বর ২০২৫
আদালত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
গ্রেপ্তার দেখানো: ১৫ সেনা কর্মকর্তা
অভিযোগ: গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধ

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নে নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দ...

মেহেদী উৎসবের মধ্য দিয়ে ইবিতে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মেহেদী উৎসব...

নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধ...

প্রথম ম্যাচে জয়ের পরও সাড়া নেই দর্শকদের

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুর করে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্...

ঢাকা বিভাগে থাকতে চায় মাদারীপুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

মাদারীপুরবাসী ঢাকা বিভাগ ছেড়ে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে না যাওয়ার দাবিতে ঢাকা...

‘সময় নষ্ট করতে চাই না’- পুতিনের সঙ্গে আলোচনায় না ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি...

সালমান শাহ হত্যার অভিযোগে সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে...

বিএনপির প্রার্থী চূড়ান্তের শেষ প্রস্তুতি : গোপন তালিকায় আলোচনায় হাইকমান্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে প...

১৫ সেনা কর্মকর্তা কারাগারে, শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি টিএফআই-জেআইসি সেলের অধীনে সংঘটিত গুম ও খুন এবং জুলাই...

দলীয় উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা