ছবি: সংগৃহীত
জাতীয়

রাতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি, তবে সকালে ঢাকার চিত্র ভিন্ন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) বেলা দুইটায় রাজধানীর আগারগাঁও এলাকায় ‘পরিসংখ্যান সড়ক’ টিতে বিজ্ঞান জাদুঘরের পাশের একটি স্থানে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটির সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়েছিল। জায়গাটি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মধ্য পীরেরবাগ এলাকা।

সরেজমিনে আজ রোববার সকাল ৭টা ৩৭ মিনিটে ওই এলাকার ‘৬০ ফুট সড়ক’ হিসেবে পরিচিত কামাল সরণিতে গিয়ে দেখা যায়, সড়কের অর্ধেকজুড়ে কোরবানির পশুর বর্জ্য জমে আছে। পচতে শুরু করা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

৬০ ফুট সড়কের মধ্য পীরেরবাগের ওই জায়গাটি ছাড়াও আরও দুটি জায়গায় কোরবানির বর্জ্যের স্তূপ দেখা গেল। দুটি স্থান হচ্ছে—মধ্যমণিপুর ও পশ্চিম আগারগাঁও। অথচ গতকাল রাত সাড়ে ১০টার কিছু পরে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ।

শুধু মিরপুরের ৬০ ফুট সড়ক এলাকায় নয়, আজ সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকার দুই সিটির (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ) বিভিন্ন এলাকায় সরেজমিনে সড়কের পাশে, অলিগলিতে, বর্জ্য স্থানান্তরের অস্থায়ী কেন্দ্র বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) কোরবানির বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। কিছু জায়গায় স্তূপাকারে জমে না থাকলেও অল্প পরিমাণে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বর্জ্য।

শুধু উত্তর সিটি নয়, গত রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) রাতের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

মিরপুর–১১ নম্বরের সি ব্লকের ৫ নম্বর অ্যাভিনিউতে সিটি করপোরেশনের একটি কনটেইনারভর্তি পশুর বর্জ্য ছিল। স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যার পর থেকে পড়ে আছে। সিটি করপোরেশনের গাড়ি সেটা নিতে আসেনি।

ওই জায়গা থেকে আধা কিলোমিটার দূরেই মিরপুর প্যারিস রোড মার্কেটসংলগ্ন একটি অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্রের ভেতরেও কোরবানির বর্জ্য ছিল। এ ছাড়া মিরপুর বেনারসিপল্লি এলাকায় করপোরেশনের কনটেইনারে ও রাস্তার পাশে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। অপসারণের পর অবশিষ্ট কিছু বর্জ্য পড়ে ছিল বেগম রোকেয়া সরণির শেওড়াপাড়া অংশেও।

সকাল সাড়ে সাটটার দিকে ৬০ ফুট সড়কের মধ্য পীরেরবাগ এলাকায় সড়কের পূর্ব পাশের অর্ধেকজুড়ে কোরবানির বর্জ্য স্তূপ হয়ে জমে থাকতে দেখা গেছে। সিটি করপোরেশন থেকে দেওয়া পলিথিনে ভরা বর্জ্যও সেখানে পড়ে ছিল।

এরপর মধ্যমণিপুর এলাকার বারেক মোল্লা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জমে থাকা কোরবানির বর্জ্যের পরিমাণ আরও বেশি। জমা বর্জ্যের কারণে রাস্তার মাত্র একটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। পচন ধরা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গতকাল বিকেলের পর ওই এলাকায় আর কোনো গাড়ি আসেনি। যে কারণে বর্জ্য বাসাবাড়ি ও এলাকার অলিগলি থেকে সংগ্রহ করা হলেও তা আর আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়নি। ৬০ ফুট সড়কের পশ্চিম আগারগাঁও অংশেও খালের পাড়ে বর্জ্য জমে থাকতে দেখা যায়।

ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ গতকাল রাত ১০টা ৩৫ মিনিটে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্জ্য ব্যবস্থাপনার হালনাগাদ তথ্য দিয়ে জানায়, ঈদের দিন উত্তর সিটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণ করা শেষ হয়েছে। ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী সাড়ে ৮ ঘণ্টায় ঈদের দিনের বর্জ্য অপসারণ করেছেন। এদিন ঢাকা উত্তর সিটি এলাকায় সাড়ে ৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এদিকে গতকাল বেলা একটার দিকে রাজধানীর কলাবাগান শিশুপার্ক–সংলগ্ন এসটিএস থেকে নিজেদের আওতাধীন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের আনুষ্ঠানিকতা শুরু করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। তখন তাঁরা পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য শতভাগ অপসারণের ঘোষণা দেন।

গতকাল রাত ৯টা ৪১ মিনিটে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান বার্তা দিয়ে গণমাধ্যমকর্মীদের জানায়, ১২ ঘণ্টার আগেই দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। রাত সাড়ে ৯টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ করা হয়েছে। বর্জ্য অপসারণ করা হয়েছে ১২ হাজার টন। ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ১ লাখ ৩৩ হাজার ৩১৭টি পশু প্রথম দিনে কোরবানি দেওয়া হয়েছে বলেও ওই বার্তায় জানানো হয়।

আজ সকাল ৮টার দিকে ধানমন্ডি ৮ নম্বর এলাকার একটি সড়কে কোরবানির বর্জ্য পরে থাকতে দেখা গেল। সেখান থেকে এই প্রতিবেদক যান স্থানীয় সরকার উপদেষ্টা ও দক্ষিণ সিটির প্রশাসক গতকাল যে এসটিএস থেকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছিলেন, সেই জায়গায়। কলাবাগান শিশুপার্ক–সংলগ্ন ওই এসটিএসে গিয়ে দেখা যায়, এসটিএসের চার ভাগের প্রায় এক ভাগে কোরবানির বর্জ্য রয়ে গেছে। এসব বর্জ্য গতকাল সন্ধ্যার মধ্যে এনে জমা করেছিলেন দক্ষিণ সিটির ভ্যান সার্ভিসের কর্মীরা।

তখন এসটিএসে দক্ষিণ সিটি করপোরেশনের কোনো কর্মীকে পাওয়া যায়নি। এসটিএস থেকে ভাঙারি পণ্য সংগ্রহ করেন, এমন পরিচয় দেওয়া মো. রুবেল নামের একজন জানান, রাত প্রায় তিনটা পর্যন্ত সিটি করপোরেশনের কর্মীরা এখান থেকে বর্জ্য সরানোর কাজ করেছেন। পরে তাঁরা ক্লান্ত হয়ে চলে গেছে। সকালে কেউ আসেননি।

সেখানে থেকে ধানমন্ডি আবাহনী মাঠের কোনায় কিছু বর্জ্য জমে থাকতে দেখা গেল। মাঠের আরেক পাশের কোণায় জমে থাকা বর্জের পরিমাণ আরও বেশি।

হাজারীবাগের মনেশ্বর সড়ক এলাকার মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে কোরবানির বর্জ্য স্তূপ হয়ে জমে ছিল। এর মধ্যে গরুর ভুঁড়ি থেকে শুরু করে গরুর শরীরের নানা উচ্ছিষ্ট অংশ রাস্তায় পাশেই পড়ে ছিল। পচা গন্ধ বের হচ্ছে। পাশ দিয়ে লোকজন নাক চেপে হেঁটে যাচ্ছেন।

এ ছাড়া আজিমপুর গোরস্তানের পাশে নিউ পল্টন লাইন এলাকায় একইভাবে সড়কের পাশে কোরবানির বর্জ্য পড়ে রয়েছে।


সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যান...

গাজায় যুদ্ধ শেষ নয়: ইসরায়েলি সেনাপ্রধানের ঘোষণা

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া&rsqu...

চোখের জলে কালামের শেষযাত্রা, স্তব্ধ ঈশ্বরকাঠি গ্রাম

একটি দুর্ঘটনা কতটা নিঃস্ব করে দিতে পারে, শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের...

নির্বাচনের আগেই আত্মপ্রকাশ ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান...

পদ্মার তীরে দিয়াশলাই ধরালে বালুতে জ্বলছে আগুন

বালুর নিচ থেকে বুদবুদ উঠছে, আর দিয়াশলাই ধরালে বালুর ওপর আগুন জ্বলতে দেখা গেছে...

মোরেলগঞ্জে অসহায় বৃদ্ধের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ বিশারীঘাটা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জ...

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমি...

জিকির করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করে আমার ছেলে

তিন বারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে...

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা