নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে, হাইকোর্ট এলাকায় ম্যুরাল ভাঙচুরের আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল এ দৃশ্য দেখা যায়।
আরও পড়ুন: ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ
এদিকে, রাজধানীর সুপ্রিম কোর্টের প্রবেশদ্বারে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় প্রত্যেকটি প্রবেশদ্বারে তল্লাশি চালানো হচ্ছে এবং অপ্রয়োজনীয় লোকজনকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            