নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করছে।
আরও পড়ুন: সরকারের প্রধান দায়িত্ব হাসিনার বিচার
রোববার (১৯ জানুয়ারি) উপকরণগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে হস্তান্তর করবে সংস্থাটি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, আজ সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইউএনডিপি ল্যাপটপ, স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে।
ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানায়, আগামী ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রয়ারি পর্যন্ত। এর বিভিন্ন কেন্দ্রে ছবি তোলে ও চোখের আইরিশ এবং দশ আঙ্গুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে সংস্থাটি। হালানাগের এসব কাজে ল্যাপটপ, স্ক্যানার কাজে দেবে।
আরও পড়ুন: দেশে বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের পর সাধারণীকরণ প্রক্রিয়ায় সহায়তা করবে ইউএনডিপি। এছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি। ঘরে ঘরে গিয়ে তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে তারা সহায়তা করবে। সহায়তাটা হচ্ছে কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির কিছু লক্ষ্য আছে সেগুলোতে তারা সহায়তা করবে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            