নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪.১৮ মি. তিনি সেখানে প্রবেশ করেন।
আরও পড়ুন: নাগরিকদের ভোটার হওয়ার আহ্বান
এ সময় দেখা যায়, ভারতীয় পররাষ্ট্র সচিবের আগমনকে ঘিরে আগে থেকেই এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এতে সীমিত করা হয় ঐ এলাকার যান চলাচল। একই সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশের প্রতিটি সড়কেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।
তার আগে, সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে রাজধানী ঢাকায় আসেন তিনি।
জানা যায়, ২ দেশের রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় এসে তিনি । এরপর প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে বৈঠক করেছেন। ঐ বৈঠকের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            