নিজস্ব প্রতিবেদক: লেবানন থেকে ২য় দফায় দেশে ফিরেছেন ২ নবজাতকসহ ৬৫ জন বাংলাদেশি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা।
আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গে ২৫২ এসআইকে অব্যাহতি
বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানায়, ২ নবজাতকসহ মোট ৬৫ জনের এই দলটি জেদ্দায় ট্রানজিট বিরতির পর আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা।
এদিকে, বাংলাদেশিদের বহনকারী বিমানটি বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০.৫০ মি. বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ৮.২০ মি. জেদ্দায় পৌঁছার এবং জেদ্দা থেকে স্থানীয় সময় দুপুর ১.২০ মি. ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            