নিজস্ব প্রতিবেদক: আজ বিকেলে বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সময় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বাসায় পাঠাবেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল বন্ধ
তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৫টা-৬টার মধ্যে হাসপাতাল-বাসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রওনা করাবেন।
তার আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।
সান নিউজ/এমএইচ