নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
আরও পড়ুন: মিথ্যা মামলায় আটক বন্দিদের মুক্তি
মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে গিয়ে দেখা গেছে, সচিবালয়ের গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাসদস্যরা। নিরাপত্তার জন্য পাস বন্ধসহ সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে।
সচিবালয়ের কোথাও পুলিশ সদস্যদের দেখা যায়নি। তবে সেনাবাহিনীকে পুলিশ সদস্যদের সিভিল পোশাকে সহায়তা করতে দেখা গেছে।
সচিবালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক। সচিবালয়ের বিভিন্ন স্থানে কর্মচারীদের আলোচনা করতে দেখা গেছে।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।
সান নিউজ/এএন