নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
আরও পড়ুন : আটক ছাত্রদের মুক্তির নির্দেশ
শনিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শহিদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ জানান, আর এক মিনিটও এই সরকার থাকবে না। একদফা এক দাবি। এই সরকারের পদত্যাগ।
আরও পড়ুন : সংঘাতে জড়াতে চায় না আ’লীগ
এ ছাড়া সরকারের পদত্যাগ দাবিতে রোববার সারা দেশে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।
সান নিউজ/এমআর