নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় ১১টি স্থাপনাকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন। এই জরিমানা পরিচালিত হয় ৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
বৃহস্পতিবার (২৭ জুন) ডিএসসিসি বাসাবো ও শাফিয়া এলাকার আশপাশ, নিউ পল্টন লাইন, ইরাকি গোরস্তান সংলগ্ন মাঠ, উত্তর যাত্রাবাড়ীর ডেমরা সড়ক ও বালুর মাঠ, দাসপাড়ার ১ নং ও ২ নং রোড, বাসাবো দক্ষিণগাঁও, যাত্রাবাড়ীর কোনাবাড়ি, মেরাজনগর এ ও বি ব্লক এলাকায় এ সকল অভিযান পরিচালনা করা হয়।
২ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ, ১ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো এবং শাফিয়া পল্লী ও আশপাশ এলাকায় ১১৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
৩ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডের নিউ পল্টন লাইন ইরাকি গোরস্তান সংলগ্ন মাঠ এলাকায় ৬৪টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আরও পড়ুন: মোস্তাফিজ ও ফয়সাল রিমান্ডে
৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা, ৪৮ নম্বর ওয়ার্ডের উত্তর যাত্রাবাড়ীর ডেমরা সড়ক, বালুর মাঠ এলাকায় ৪৩টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২ টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
৭ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, ৭৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার ১নং ও ২নং রোড, বাসাবো দক্ষিণগাঁও এলাকায় ৮৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এতে ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তাদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়াও আদালত আরো ১০টি বাড়িতে সামান্য পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের সতর্ক করে।
৯ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল বিছিল, ৬৪ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর কোনাবাড়ি এলাকায় ১০৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ১টি স্থাপনাকে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: প্রকাশ্যে এলেন মতিউরের স্ত্রী লাকী
১০ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর এ ও বি ব্লক এলাকায় ৩৫টি স্থাপনা ও বাসাবাড়িতে এই অভিযান পরিচালনা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, বৃহস্পতিবার এই অভিযানে সর্বমোট (৪৪৯টি) বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এই সময় (১১টি) বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলায় সর্বমোট (৯৫,০০০) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সান নিউজ/এমএইচ