নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বুধবার (১৭ এপ্রিল) সকালে তেজগাঁও মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ম্যানেজার মাসুদ সরোয়ার বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেন তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়। বর্তমানে কাজ চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            