নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে মো. রাসেল হাওলাদার (৩০) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন : মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশি আটক
শনিবার (২০ জানুয়ারি) সকালে নিহতের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত রাসেল মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকার পূর্ববন গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
আরও পড়ুন : দ. আফ্রিকায় বাংলাদেশি নিহত
এলাকা ও নিহতের পরিবার জানান, যুবক রাসেল হাওলাদার সংসারের হাল ধরার জন্য কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কোম্পানিতে কাজ করতেন। কিন্তু হঠাৎ করে গত বৃহস্পতিবার রাতে বাসার ফ্যানের সঙ্গে রাসেলের ঝুলন্ত লাশ দেখতে পান বাঙালি প্রবাসীরা। পরে কুয়ালালামপুর পুলিশ খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাসেলের মৃত্যুটা আসলে বেদনাদায়ক।
সান নিউজ/এমআর