নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীকে সাথে নিয়ে সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: বিজিবিও হবে বিশ্বমানের স্মার্ট বাহিনী
সোমবার (৪ মার্চ) সকাল ৮ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
জানা গেছে, সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল থাকায় তাকে দেশটিতে যেতে হচ্ছে। সাথে যাচ্ছেন স্ত্রী রাহাত আরা বেগম।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বাসা থেকে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর গত ফেব্রুয়ারিতে মুক্তি পান মির্জা ফখরুল। দীর্ঘ সময় কারাগারে থাকায় তার শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ইতিমধ্যে তাকে এক হাতে লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে।
আরও পড়ুন: জানা যায়নি পরিচয়, হাসপাতালই এখন ঠিকানা
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। কেউ ঈদের পর বিদেশে যাবেন দীর্ঘ মেয়াদে চিকিৎসার জন্য। ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন।
এর আগে গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তার সাথে স্ত্রী ও কন্যা গিয়েছিলেন।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            