ছবি: সংগৃহীত
রাজনীতি
শোকাবহ আগস্ট মাস

হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্মেলন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: আগস্ট মাস বাঙালী জাতির শোকের মাস। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আগস্ট মাসকে শোকাবহ পরিবেশে উদযাপন করা হয়।

আরও পড়ুন: ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযানের নির্দেশ

বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে বিশেষ শ্রদ্ধার সাথে শোকসভা ও আগস্ট মাসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানমালার আয়োজন করে।

কিন্তু হবিগঞ্জের লাখাই উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে চলছে আনন্দ-উন্মাদনা। কয়েকটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলন ঘিরে পদ-প্রত্যাশীরা ব্যান্ড পার্টিসহ নেচে-গেয়ে হাজির হচ্ছেন সম্মেলনস্থলে।

এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুশফিউল আলম আজাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

তারা উপজেলা আওয়ামী লীগের নেতাদের দায়িত্ববোধ ও রাজনীতির সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু এসব সম্মেলনের ব্যাপারে কিছুই জানে না হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, গত ৮ আগস্ট বামৈ ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের, ১০ আগস্ট ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, ১২ আগস্ট ৪ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ১৪ আগস্ট ও ৬ নং ওয়ার্ড ১৭ আগস্ট সম্মেলন হবার কথা রয়েছে।

আরও পড়ুন: ত্যাগী নেতাদের মূল্যায়নের নির্দেশ

এছাড়াও গত ১১ আগস্ট মুড়িয়াউক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ১৩ আগস্ট ৮ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, বাঙ্গালী জাতি আগস্ট মাসকে শোকের মাস হিসাবে পালন করে। কিন্তু এই শোকের মাসে উপজেলা আওয়ামী লীগ ব্যান্ড পার্টিসহ নেচে-গেয়ে যেভাবে সম্মেলন করছে, তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ৩ বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটিই করতে পারেনি। এখন শোকাবহ আগস্ট মাসকে সম্মেলনের সময় নির্ধারণ করে চরম দায়িত্ব-জ্ঞানহীনতা ও রাজনৈতিক অদূরদর্শীতার পরিচয় দেয়া হয়েছে। চাইলেই সম্মেলনগুলো আগস্টের পূর্বে বা আগামী সেপ্টেম্বর মাসে আয়োজন করা যেতো।

আরও পড়ুন: বর্জ্য থেকে উৎপাদিত হচ্ছে বিভিন্ন সামগ্রী

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হবিগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলতে বলেন।

এ ব্যাপারে বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার বলেন, ৯ টির ওয়ার্ডের মাঝে ৭ টি কমিটি করা হয়েছে। এর মধ্যে ১ নং ওয়ার্ড কমিটি ৩০ জুলাই করা হয়েছে। বাকী ৬ টি ওয়ার্ডের সম্মেলন এ মাসে করা হয়েছে। শোকাবহ মাস হওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।

তবে শোকাবহ মাসে সম্মেলন কীভাবে অনুষ্ঠিত জানতে চাইলে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণ

লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন দুলদুল বলেন, শোকাবহ আগস্ট মাসে সাধারণত আওয়ামী লীগ বা অঙ্গ-সংগঠনের সম্মেলন হয় না।

তবে যেহেতু সামনে জাতীয় সংসদ নিবার্চন এবং আগামী ২৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগের শোকসভা, তাই নেতাকর্মীদের উজ্জীবিত করতে শোকসভা ও সম্মেলন আযোজন করা হয়েছে। তবে কোন ওয়ার্ডেই কমিটি ঘোষণা করা হয়নি।

এ ব্যাপারে লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসন বলেন, শোকসভার পাশাপাশি সম্মেলন করা হচ্ছে। তবে কোন কমিটি ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনৈতিক নেতারা

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন শোকাবহ আগস্ট মাসে সম্মেলন আয়োজন করা যাবে না। তবে কিভাবে করছেন জানতে চাইলেন তিনি বলেন, জেলা আওয়ামী লীগের পরার্শমক্রমেই সম্মেলন করা হচ্ছে।

ব্যানারে কোথাও শোকসভা উল্লেখ নেই কেন- এ প্রশ্ন করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আগস্ট মাসে শোকসভা, বিশেষ প্রার্থনার আয়োজন করে থাকে।

আরও পড়ুন: এক যুগ পর বেনাপোল পৌর ভবনে এমপি আফিল

এই মাসে কোন ধরণের কমিটি গঠন নিয়ে কোন ধরণের আনন্দ আয়োজন করা হয় না। তবে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় কোন কর্মসূচী থাকলে, তা পালন করা হয়।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, শোকাবহ আগস্ট মাসে সম্মেলন আয়োজন করা যাবে না। লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটিকে পাশ কাটিয়ে এসব সম্মেলনের আয়োজন করেছেন।

তিনি বলেন, আমাদেরকে সম্মেলনের বিষয়ে লাখাই উপজেলা কমিটি থেকে কিছুই জানানো হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জে...

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ফাইন্যান...

শেখ জামালের জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্...

হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিট স্ট্রোকে যু...

বায়ুদূষণে আজ ঢাকা সপ্তম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা