ছবি: সংগৃহীত
রাজনীতি
শোকাবহ আগস্ট মাস

হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্মেলন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: আগস্ট মাস বাঙালী জাতির শোকের মাস। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আগস্ট মাসকে শোকাবহ পরিবেশে উদযাপন করা হয়।

আরও পড়ুন: ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযানের নির্দেশ

বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে বিশেষ শ্রদ্ধার সাথে শোকসভা ও আগস্ট মাসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানমালার আয়োজন করে।

কিন্তু হবিগঞ্জের লাখাই উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে চলছে আনন্দ-উন্মাদনা। কয়েকটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলন ঘিরে পদ-প্রত্যাশীরা ব্যান্ড পার্টিসহ নেচে-গেয়ে হাজির হচ্ছেন সম্মেলনস্থলে।

এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুশফিউল আলম আজাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

তারা উপজেলা আওয়ামী লীগের নেতাদের দায়িত্ববোধ ও রাজনীতির সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু এসব সম্মেলনের ব্যাপারে কিছুই জানে না হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, গত ৮ আগস্ট বামৈ ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের, ১০ আগস্ট ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, ১২ আগস্ট ৪ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ১৪ আগস্ট ও ৬ নং ওয়ার্ড ১৭ আগস্ট সম্মেলন হবার কথা রয়েছে।

আরও পড়ুন: ত্যাগী নেতাদের মূল্যায়নের নির্দেশ

এছাড়াও গত ১১ আগস্ট মুড়িয়াউক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ১৩ আগস্ট ৮ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, বাঙ্গালী জাতি আগস্ট মাসকে শোকের মাস হিসাবে পালন করে। কিন্তু এই শোকের মাসে উপজেলা আওয়ামী লীগ ব্যান্ড পার্টিসহ নেচে-গেয়ে যেভাবে সম্মেলন করছে, তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ৩ বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটিই করতে পারেনি। এখন শোকাবহ আগস্ট মাসকে সম্মেলনের সময় নির্ধারণ করে চরম দায়িত্ব-জ্ঞানহীনতা ও রাজনৈতিক অদূরদর্শীতার পরিচয় দেয়া হয়েছে। চাইলেই সম্মেলনগুলো আগস্টের পূর্বে বা আগামী সেপ্টেম্বর মাসে আয়োজন করা যেতো।

আরও পড়ুন: বর্জ্য থেকে উৎপাদিত হচ্ছে বিভিন্ন সামগ্রী

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হবিগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলতে বলেন।

এ ব্যাপারে বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার বলেন, ৯ টির ওয়ার্ডের মাঝে ৭ টি কমিটি করা হয়েছে। এর মধ্যে ১ নং ওয়ার্ড কমিটি ৩০ জুলাই করা হয়েছে। বাকী ৬ টি ওয়ার্ডের সম্মেলন এ মাসে করা হয়েছে। শোকাবহ মাস হওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।

তবে শোকাবহ মাসে সম্মেলন কীভাবে অনুষ্ঠিত জানতে চাইলে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণ

লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন দুলদুল বলেন, শোকাবহ আগস্ট মাসে সাধারণত আওয়ামী লীগ বা অঙ্গ-সংগঠনের সম্মেলন হয় না।

তবে যেহেতু সামনে জাতীয় সংসদ নিবার্চন এবং আগামী ২৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগের শোকসভা, তাই নেতাকর্মীদের উজ্জীবিত করতে শোকসভা ও সম্মেলন আযোজন করা হয়েছে। তবে কোন ওয়ার্ডেই কমিটি ঘোষণা করা হয়নি।

এ ব্যাপারে লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসন বলেন, শোকসভার পাশাপাশি সম্মেলন করা হচ্ছে। তবে কোন কমিটি ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনৈতিক নেতারা

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন শোকাবহ আগস্ট মাসে সম্মেলন আয়োজন করা যাবে না। তবে কিভাবে করছেন জানতে চাইলেন তিনি বলেন, জেলা আওয়ামী লীগের পরার্শমক্রমেই সম্মেলন করা হচ্ছে।

ব্যানারে কোথাও শোকসভা উল্লেখ নেই কেন- এ প্রশ্ন করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আগস্ট মাসে শোকসভা, বিশেষ প্রার্থনার আয়োজন করে থাকে।

আরও পড়ুন: এক যুগ পর বেনাপোল পৌর ভবনে এমপি আফিল

এই মাসে কোন ধরণের কমিটি গঠন নিয়ে কোন ধরণের আনন্দ আয়োজন করা হয় না। তবে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় কোন কর্মসূচী থাকলে, তা পালন করা হয়।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, শোকাবহ আগস্ট মাসে সম্মেলন আয়োজন করা যাবে না। লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটিকে পাশ কাটিয়ে এসব সম্মেলনের আয়োজন করেছেন।

তিনি বলেন, আমাদেরকে সম্মেলনের বিষয়ে লাখাই উপজেলা কমিটি থেকে কিছুই জানানো হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প 

ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর য...

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এলেন, সফরের কর্মসূচী 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে আজ শন...

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাধাগ্রস্ত করতে...

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

জীবন থেকে কলম: বিভুরঞ্জনের অসমাপ্ত গল্প

বিভুরঞ্জনকে আমি তার শৈশবকাল থেকেই চিনি। আমাদের বামপন্থী আন্দোলনের একটি শক্তিশ...

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়া...

সংবিধানে পিআর পদ্ধতি নেই, সংবিধানের বাইরে যেতে পারি না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক পদ্ধতি...

ইসরায়েলি হামলা বাড়ছে, গাজায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলায় নতুন করে আরও অন্তত...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা