রাজনীতি

নৌকার বিরোধিতাকারীদের নিয়ে মহিলা লীগ নেত্রীর কম্বল বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরোধিতাকারীদের নিয়ে কম্বল বিতরণ করছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ বেগম কৃক।

গত সোমবার ও মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করেন তিনি। তাঁর এ কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও পরাজিত নৌকার প্রার্থীরা।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এসএম মহাব্বত হোসেন। ওই নির্বাচনে নৌকার বিরোধিতা করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোবাদ হোসেন ও তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম।

গত সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে রূপাপাত বোর্ড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাঁর পাশে বসা ছিলেন নৌকার বিরোধিতাকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোবাদ হোসেন।

একই দিন সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নে রতনদিয়া আলমের বাড়িতে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে মাহমুদা বেগম কৃকের সাথে উপস্থিত ছিলেন নৌকার বিরোধিতাকারী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক মো. বোরহান আহমেদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলম মল্লিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী এসএম ফারুক হোসেন বলেন, আমি এখনও ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের একজন সম্পাদক। আমাকে পাশ কাটিয়ে নৌকার বিরোধিতাকারীদের নিয়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক কম্বল বিতরণ করায় আমার মনে হয় পূর্বে থেকেই তাদের মধ্যে একটা যোগসূত্র ছিল। ২৬ ডিসেম্বরের ইউপি নির্বাচনে সেই প্রভাব পড়েছে।

রূপাপাত ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী এসএম মহাব্বত হোসেন বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে যারা পরাজিত করেছে তাদের সাথে নিয়ে মাহমুদা বেগম কৃক কম্বল বিতরণ করেছেন। আমি বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারি না।

উপজেলা আওয়ামী লীগের সদস্য রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের মো. মাহিদুল হক বলেন, যারা নৌকার বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে দল থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিরোধিকারীরা এখনো বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এদের বিরুদ্ধে এখনই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে দল ক্ষতিগ্রস্থ হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের নম্বরে একাধিকবার কল দেয়া হলেও মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা

ভোলা প্রতিনিধি: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট ব...

সম্মিলনী বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আহমেদ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদর ইউনিয়...

বাংলাদেশ স্কাউট দিবস ২০২৪ পালিত

নিজস্ব প্রতিবেদক : আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্...

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : দেশে তাপপ্রবাহ বাড়ছে। আর এই গরমে সবচেয়ে ব...

ভাসানচরে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যা...

কৃষক লীগকে গ্রামে নিয়ে যাওয়া ভালো

নিজস্ব প্রতিবেদক : কৃষক লীগকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রাম...

শেখ হাসিনার মতো নেতৃত্ব বিশ্বে বিরল

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপ...

দেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : দেশে গত কদিন ধরেই চলছে তীব্র দাবদাহ। এ অব...

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা