বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার সাঘাটায় বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে।
শনিবার বাদ যোহর সাঘাটা উপজেলা বিএনপি স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের ছাত্রনেতা ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।
টিপু মন্ডল বলেন, “খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া আর কোনো দল গণতন্ত্র লালন করে না। দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর বেঁচে থাকা খুবই প্রয়োজন।”
দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহবায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ।
সাননিউজ/আরপি