মাদারীপুরের শিবচরে ২০২৫-২৬ অর্থবছরে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
উপজেলার ১৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে শরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার বিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “কৃষি আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের এই সহায়তা শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদে উৎপাদনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও ভূমিকা রাখবে।”
সাননিউজ/আরপি