ছবি: সংগৃহীত
রাজনীতি

আওয়ামী লীগ এখন ‘মরা হাতি’, যে ইচ্ছা লাথি দিতে পারে: হাসনাত

সান নিউজ অনলাইন 

আওয়ামী লীগকে ‘মরা হাতি’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দলটি এখন অতীতের অধ্যায় হয়ে গেছে, যার ওপর যে কেউ আঘাত হানতে পারে। তিনি বলেন, “আওয়ামী লীগ এখন ডেড চ্যাপ্টার। এটা এখন মরা হাতি, এটাকে এখন যে ইচ্ছা, সে লাথি দিতে পারে। এটা আর ফিরে আসবে না।”

২৮ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন। নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটি যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “ইতিহাসকে যেন আর ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। আওয়ামী লীগ এখন ইতিহাসের ডেড চ্যাপ্টার। তবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, না হলে আবার ঝামেলা হবে। কারণ আওয়ামী লীগ একটা ধর্মের মতো দল, তারা বিভিন্ন নামে ফিরে আসতে পারে।”

তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি আবার ভেতরে ভেতরে বিভক্ত হয়ে যাই, তাহলে বিপদ আসবে। আওয়ামী লীগের ধর্মই হলো পুনর্জন্ম নেওয়া। তাদের কেবলা আছে, বিশ্বাস আছে, তারা সবসময় ফিরে আসার চেষ্টা করবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

জুলাইয়ের আন্দোলনকে ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করে হাসনাত বলেন, “আমাদের জুলাইয়ের সংগ্রামকে লিখে রাখতে হবে। যাতে ইতিহাস বিকৃত করা না যায়। প্রত্যেকে যেন নিজের দেখা ইতিহাস লিপিবদ্ধ করে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, কোনটা সত্য, কোনটা মিথ্যা।”

ইতিহাস বিকৃতির প্রবণতা নিয়ে তিনি বলেন, “আমাদের ট্র্যাজেডি হলো, যে সরকার ক্ষমতায় থাকে, সে ইতিহাসে নিজের অবদানটা বড় করে তুলে ধরে। আমরা চাই, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস যেন পাল্টে না যায়। ইতিহাস নির্ভুল থাকা জরুরি।”

আমলাতন্ত্রের জড়তা নিয়ে সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “ব্যুরোক্রেসিকে গতিশীল করতে হবে। তারা যদি নড়াচড়া না করে, তাহলে যে ক্ষোভ জমছে, তাতে বিস্ফোরণ হবেই। আমলাতন্ত্র সংস্কার না করলে যে-ই ক্ষমতায় আসুক, টিকতে পারবে না।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যান...

গাজায় যুদ্ধ শেষ নয়: ইসরায়েলি সেনাপ্রধানের ঘোষণা

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া&rsqu...

চোখের জলে কালামের শেষযাত্রা, স্তব্ধ ঈশ্বরকাঠি গ্রাম

একটি দুর্ঘটনা কতটা নিঃস্ব করে দিতে পারে, শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের...

নির্বাচনের আগেই আত্মপ্রকাশ ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান...

চোর সন্দেহে নারীকে হেনস্তা, বিচারের দাবিতে থানায় অভিযোগ

মাদারীপুরে চোর সন্দেহে এক নারী ও তার এক বছরের শিশু কন্যাকে আটকে রেখে হেনস্তা...

‘শোকজের’ গুঞ্জন ভিত্তিহীন, শুধু তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক জামিন দেওয়ার কারণে হাইকোর্ট বিভাগের ত...

উপদেষ্টা থেকে প্রার্থী: ডিসেম্বরেই মাঠে মাহফুজ ও আসিফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ফেব্র...

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা

ঘোষিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গ...

আওয়ামী লীগ এখন ‘মরা হাতি’, যে ইচ্ছা লাথি দিতে পারে: হাসনাত

আওয়ামী লীগকে ‘মরা হাতি’ আখ্যা দিয়ে জাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা