ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির এমন দেশপ্রেমিক তৈরি করে, যারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়—যেখানে জুলুম, নির্যাতন ও লুটপাটের কোনো স্থান নেই। যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের বুলি আওড়িয়েছে, তারাই দেশের সম্পদ লুট করেছে, খুন ও গুমের রাজনীতি চালিয়েছে। ছাত্রশিবির এমন ভুয়া দেশপ্রেম চায় না। আমরা এমন তরুণ তৈরি করতে চাই যারা নৈতিকতা, আদর্শ ও সত্যের পথে থাকবে।
সোমবার (১৩ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও সাতক্ষীরা শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানাটা জ্ঞানচর্চার অংশ। শিক্ষার্থীরা যা পছন্দ করবে, তাই গ্রহণ করবে। আমরা চাই তোমরা সবাই সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠো।
জাহিদুল ইসলাম আরো বলেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে প্রচার করা হয়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীদের সর্বাধিক অধিকার দিয়েছে, আর শিবির সেই নীতিতেই ছাত্রী বোনদের মর্যাদা দেয়। এমনকি হিন্দু ভাই-বোনদের সহযোগিতাতেও শিবির সবসময় ইতিবাচক ভূমিকা রাখছে।
সাননিউজ/আরপি