সান নিউজ ডেস্ক: বিয়েতে প্রচলিত প্রথা হলো স্বামীর পা ছুঁয়ে নববধূ আশীর্বাদ নেবে। কিন্তু এবার এই প্রথা ভাঙলেন ভারতীয় এক যুবক। তিনি নববধূর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন।
সম্প্রতি প্রথাবিরোধী এই ঘটনার ভিডিও পীষূষ নামে এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি আপলোড করেছেন। যা ইতিমেধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রথা অনুযায়ী নববধূ স্বামীকে প্রণাম করতে ঝুঁকতে দেখা যায়। কিন্তু সেই প্রণাম স্বামী না নিয়ে তিনি নিজেই প্রণাম করেন নববধূকে। এ সময় প্রায় লাফ দিয়ে পিছিয়ে গেলেন নববধূ। কিন্তু ততক্ষণে প্রণাম করে ফেলেন তিনি।
সান নিউজ/এমকেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            