আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলো সাহায্য না দিলে ইউক্রেন মৃত্যুপুরীতে পরিণত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তিনি এই শঙ্কা জানিয়ে মিত্রদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন : হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩
বিবিসি ওয়ানের টকশো ওলেনা বলেন, আমাদের সত্যিই সহায়তা দরকার। সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন। সোজাসাপ্টা বলি, সহায়তার দাবি আমরা করেই যাবো, এই চাইতে গিয়ে আমরা হয়রান হবো না। এখন বিশ্ব যদি (সহায়তা দিতে) হয়রান হয়ে যায়, তাহলে সেটা হবে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।
তিনি আরও বলেন, ইউক্রেনকে সাহায্য করার ইচ্ছা ম্লান হওয়ার লক্ষণগুলো আমাদের খুব কষ্ট দেয়। এটি আমাদের জীবন-মরণের প্রশ্ন।
আরও পড়ুন : ১৩ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
প্রসঙ্গত, গত সপ্তাহে ইউক্রেনের জন্য ৬ হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে। তবে রিপাবলিকানদের বিরোধীতায় ইউক্রেনের জন্য এ বিপুল ডলারের প্যাকেজ আটকে গেছে।
এ সহায়তা প্যাকেজের গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইউক্রেনের সহায়তা আটকে দেওয়া মানে পুতিনকে উপহার দেওয়া।
সান নিউজ/এমআর