সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পেরুতে সশস্ত্র হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর একটি খনিতে সশস্ত্র হামলার ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন : ফিলিপাইনে বোমা হামলা, নিহত ৩

রোববার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পেরুর পোদেরোসা খনিতে সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরক নিয়ে হামলা চালানোর ঘটনায় ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে শনিবার গভীর রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন : প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত নিহত ৪

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনার পর পুলিশ ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে’ এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র জব্দ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় আরও বলেছে, স্থানীয় পুলিশকে সহায়তা করার জন্য এই এলাকার বিশেষ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্স জানায়, আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি হামলাকারীদের কাছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ছিল। বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতেই তারা খনির শ্যাফট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেও পরিস্থিতির মোকাবিলা করতে পারেননি।

আরও পড়ুন : ফ্রান্সে ছুরি হামলায় হতাহত ৩

একপর্যায়ে খনির ভেতরে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারীরা। আর তাতেই প্রাণ যায় ৯ জনের। এদিকে হামলার সময় আরও ৪ জনকে পণবন্দি করে হামলাকারীরা। তাদের বাধা দিতে গিয়ে অন্তত ১৫ জন আহত হন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

যদিও পরিস্থিতি বেশ ভালোভাবেই সামাল দেন পেরুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কয়েক ঘণ্টার মধ্যেই খনির দখল নেয় তারা।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুক হামলা, সেনাসহ নিহত ৮

প্রসঙ্গত, গত বছর লাতিন আমেরিকার এই দেশটির বামপন্থি প্রেসিডেন্ট পেড্রো ক্যাসটিল্লোকে ক্ষমতাচ্যুত করা হয়। এর প্রতিবাদে সেসময় দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল। সহিংস সেই বিক্ষোভের সময় খনিগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস...

মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফির...

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বা...

বন্ধ রয়েছে মাদারীপুরের গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ

আজ বৃহস্পতিবার মাদারীপুর শহরের অধিকাংশ এলাকায় এলপি গ্যাসের সংকট দেখা গেছে। এত...

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা