ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গুতেরেসের পদত্যাগ চায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি। গত ৫৬ বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: গাজায় চাহিদার ৩ শতাংশ ত্রাণ পৌঁছানো হয়েছে

মঙ্গলবার (২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে তার এমন মন্তব্যের পর ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। তাৎক্ষণিক তারা মহাসচিবের পদত্যাগ দাবি করে।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড ইরদান মাইক্রো গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে লিখেছেন, আমি তাকে এ মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।

ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায়, তাদের সাথে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬৫১

এদিকে গুতেরেসের মন্তব্যের পর তার সাথে পূর্ব নির্ধারিত বৈঠকে বসবেন না বলে জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

এক্সে তিনি লিখেছেন, আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করবো না। গত ৭ অক্টোবরের গণহত্যার পর সমানুপাতিকের কোনো স্থান নেই। হামাসকে অবশ্যই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে হবে।

এর আগে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গুতেরেস বলেন, এটি স্বীকার করে নিতে হবে, ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনিরা গত ৫৬ বছর ধরে শ্বাস রুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে।

আরও পড়ুন: গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

তিনি আরও বলেন, তারা দেখেছে তাদের ভূখণ্ড গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এ সমস্যার রাজনৈতিক সমস্যার যে আশা তাদের ছিল, সেটি হারিয়ে যাচ্ছে।

তিনি এটিও বলেছেন, তবে ফিলিস্তিনিদের দুর্দশা দিয়ে হামাসের হামলাকে বৈধতা দেওয়া যাবে না এবং হামাসের হামলার জন্য ফিলিস্তিনিদের সমষ্টিগত শাস্তির বিষয়টিকেও বৈধতা দেওয়া যাবে না।

এ ধরনের কঠিন মুহূর্তে নীতির উপর ঠিক থাকা খুবই জরুরি। বেসামরিকদের সম্মান ও রক্ষার নীতির মাধ্যমে যেটি শুরু।এ সময় গাজায় ত্রাণ সরবরাহের বিষয়টিকে স্বাগত জানান তিনি।

আরও পড়ুন: পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলি হামলা

গুতেরেস বলেন, তবে যে পরিমাণ ত্রাণ গাজায় ঢুকছে, সেগুলো বিশাল সমুদ্রের পানির একটি ছোট ফোটার সমান।

মহাসচিব গুতেরেসের এ বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলার্ড ইর্ডান বলেছেন, গুতেরেসের এ বক্তব্য জঘন্য এবং ভয়ানক। এটির সাথে আমাদের অঞ্চলের কোনো সংশ্লিষ্টতা নেই।

তার এ মন্তব্য সন্ত্রাসবাদ এবং হত্যাকে বৈধতা দেওয়ার সামিল। এটি খুবই দুঃখজনক। তার মতো ব্যক্তি এমন একটি প্রতিষ্ঠানের প্রধান, যেটি সৃষ্টি হয়েছিল ইহুদিদের উপর ব্যাপক হত্যাকাণ্ডের (হোলোকাস্টের) পর। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা