আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালে অর্থাৎ পাঁচ বছর আগে সংসদে নিজের বিরোধী পক্ষের আসন থেকে উঠে গিয়ে ট্রেজারি বেঞ্চে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন রাহুল গান্ধী। নিজের আসনে ফিরে এসে দলীয় সতীর্থদের উদ্দেশে চোখ টিপেছিলেন। সেই ঘটনা তাকে রাজনৈতিকভাবে বিপাকে ফেলা হয়েছিল।
আরও পড়ুন: ইতালিতে নৌকাডুবি, নিহত ৪১
রাহুল গান্ধী পাঁচ বছর পরে ২০২৩ সালে সেই লোকসভাতেই আরও একটি বিতর্কে জড়িয়ে পড়লেন। বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করলেন, রাহুল নাকি সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন!
যদিও বুধবারের (৮ আগস্ট) সেই ঘটনার কোনো ‘ফুটেজ’ বিকেল পর্যন্ত মেলেনি। পাঁচ বছর আগে রাহুলের চোখ-টেপার ছবি ধরা পড়েছিল লোকসভা টিভির ক্যামেরায়। সেই ছবি মুহূর্তে ‘ভাইরাল’ হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার
রাহুলের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশের তুলনা শুরু হয়েছিল। এসেছিল চটুল সব মিম। যা রাহুলের বক্তৃতার গভীরতাকে লঘু করে দিয়েছিল।
বিজেপি সরকার এরই মধ্যে আক্রমণ শানানো শুরু করেছে। পাঁচ বছর আগের প্রসঙ্গ টেনে টুইটে রাহুলের তীব্র সমালোচনা করে বিজেপি নেতা অমিত মালবীয় লিখেছেন, রাহুল গান্ধীর আচরণ লজ্জাজনক। যিনি সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক জন নারী সংসদ সদস্যের দিকে ইঙ্গিত করে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন।
আরও পড়ুন: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩
তার এমন জঘন্য আচরণ এই প্রথম নয়। এর আগে তাকে অন্য সদস্যদের দিকে চোখ টিপতেও দেখা গিয়েছিল বলে কড়া মন্তব্য করেছেন।
দিনশেষে দেখার বিষয় হলো অনাস্থা প্রস্তাব বিতর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী মোদী ওই বিষয়ে কিছু বলেন কি না।
আরও পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮
যদিও এখনো প্রকাশিত হয়নি এই ফ্লাইং কিসের ভিডিও। তবে বিজেপি সংগ্রহ করবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বিজেপি রাহুলকে ‘নারীবিদ্বেষী’ বলে প্রচার করতে শুরুও করে দিয়েছে।
যত সময় যাবে, সরকার পক্ষেই এই প্রচার আরও গতি পাবে বলেই অনেকে মনে করছেন। এখন দেখার, রাহুল বা কংগ্রেসের তরফে এর কোনো জবাব দেওয়া হয় কি না। দিলেও কী জবাব দেওয়া হয়।
আরও পড়ুন: ইসরায়েলি হামলাকে সন্ত্রাস বলল যুক্তরাষ্ট্র
তখন যারা লোকসভায় উপস্থিত ছিলেন, তাদের মধ্যে কয়েক জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বক্তৃতা শেষ করার পর কক্ষ ছেড়ে বেরিয়ে যাওযার সময় রাহুলের হাত থেকে কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। নিচু হয়ে তিনি যখন সেগুলো উঠাচ্ছেন, তখন ট্রেজারি বেঞ্চের সদস্যদের একাংশ হাসতে শুরু করেন।
উঠে দাঁড়িয়ে রাহুল সরকার পক্ষের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছোড়েন বলে নিজের ভাষণে অভিযোগ করেন রাহুলের পরের বক্তা মন্ত্রী স্মৃতি ইরানি।
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
প্রসঙ্গত, কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে-সহ বিজেপির নারী সংসদ সদস্যরা লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানান।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            