ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার!

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের অন্যতম ছোট এবং দরিদ্র রাষ্ট্র মলদোভা রাশিয়ার ৪৫ জন কূটনীতিক ও দূতাবাসের অন্যান্য কর্মীকে বহিষ্কার করছে। রুশ কূটনীতিকদের গোয়েন্দাবৃত্তিতে জড়িত থাকা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: সেনেগালে সড়ক দুর্ঘটনা, নিহত ২৩

বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি’র প্রতিবেদন থেকে জানা যায়, ৪৫ জন রাশিয়ান কূটনীতিক এবং দূতাবাসের অন্যান্য কর্মীকে তাদের ‘অবন্ধুসুলভ কর্মকাণ্ডের’ জন্য বহিষ্কার করার কথা জানিয়েছে মলদোভা।

ফলে মলদোভায় রুশ কূটনীতিকদের সংখ্যা মাত্র ২৫ জনে দাঁড়াবে। আর এটি মস্কো দূতাবাসে মলদোভার কর্মীদের সংখ্যার কাছাকাছি একটি সংখ্যা।

আরও পড়ুন: নাইজারে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। আর এরপর থেকে মলদোভান সরকার রাশিয়ার বিরুদ্ধে দেশটিতে গুপ্তচরবৃত্তি এবং বিরোধী দলকে সমর্থন করার অভিযোগ এনেছে।

রাশিয়া অবশ্য রুশ কূটনীতিকদের বহিষ্কারের সর্বশেষ ঘটনায় নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এই ঘটনার জবাব দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে দেশটি।

মূলত মলদোভার রুশ দূতাবাসের ছাদ এবং রাশিয়ার ব্যবহৃত পার্শ্ববর্তী একটি ভবনের ছাদে স্থাপন করা নতুন নজরদারি সরঞ্জাম নিয়ে সংবাদমাধ্যম খবর প্রকাশের পর গত মঙ্গলবার মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

আরও পড়ুন: তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিবেন মোদি

রাশিয়ার অনুসন্ধানী মিডিয়া সাইট ইনসাইডার এবং মলদোভার জার্নাল টিভি চ্যানেলে সাড়া জাগানো ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

বুধবার (২৬ জুলাই) রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয় মলদোভা। এদিন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘চলমান উত্তেজনা এবং অবন্ধুসুলভ কর্মকাণ্ডের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং (বহিষ্কৃত) রাশিয়ানদের আগামী ১৫ আগস্টের মধ্যে চলে যেতে হবে।

অনেক বছর ধরে আমরা রাশিয়ার শত্রুতামূলক কর্মকাণ্ড ও নীতির লক্ষ্যবস্তু হয়েছি জানিয়ে মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন, আর এসব কর্মকাণ্ডের অনেকগুলোই দূতাবাসের মাধ্যমে করা হয়েছে।

আরও পড়ুন: ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ৩১

পরে এই ঘটনার জবাব দেওয়া হবে বলে রাশিয়া জানিয়ে দেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মলদোভার ‘অবন্ধুসুলভ পদক্ষেপটিকে কোনও জবাব ছাড়া ছেড়ে দেওয়া হবে না’।

জাখারোভা বলেন, এর অর্থ মলদোভার কনস্যুলার পরিষেবা এবং রাশিয়ার সাথে মোলদোভানদের যোগাযোগের ওপর বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপ থাকতে পারে। যদিও নির্দিষ্ট কোনও ব্যবস্থার কথা ঘোষণা করেননি তিনি।

মাত্র ২৬ লাখ জনসংখ্যার দেশ মলদোভা ইউরোপের সবচেয়ে দরিদ্রতম অর্থনীতির দেশগুলোর একটি এবং প্রতিবেশী ইউক্রেনের যুদ্ধে এই দেশটি ব্যাপকভাবে সামনে চলে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন: রাশিয়ায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ

প্রসঙ্গত, ১৯৯২ সালে রোমানিয়া এবং ইউক্রেনের মাঝে অবস্থিত ছোট্ট রাষ্ট্র মলদোভার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাশিয়া ঘনিষ্ঠ এই অংশের নাম ট্রান্সনিস্ট্রিয়া। বিচ্ছিন্ন হওয়ার পর ওই অঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার...

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেফার ও রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আব...

যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি ইরানের

রয়টার্স: ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটির বি...

অভিনেত্রী শবনম ফারিয়া ৮ দিন ধরে ভালোভাবে কথা বলতে পারছেন না

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গলার গুরুতর সংক্রমণ...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই...

সোনাগাজীতে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, চোরচক্রের সদস্য আটক

ফেনীর সোনাগাজীর একটি খামার থেকে চুরি হওয়া ১৬টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা