ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

পুতিনকে জুডো ফেডারেশন থেকে বরখাস্ত

সান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সম্মানসূচক প্রেসিডেন্ট পদ থেকে ভ্লাদিমির পুতিনকে বরখাস্ত করেছে।

ব্ল্যাক বেল্টধারী পুতিনের ওপর সম্প্রতি আরোপ করা ‘নিষেধাজ্ঞার’ কারণে রোববার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক জুডো ফেডারেশনের গর্ভনিং বডি এই ঘোষণা দেয় বলে বিবিসি ও এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। নিজেকে ফিট রাখার জন্য পুতিনের প্রিয় জুডো ও আইস হকি।

একজন দক্ষ জুডোকা পুতিন ২০১৪ সালে অষ্টম ড্যানে ভূষিত হয়েছিলেন। এটি জুডোর সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি। ২০০৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতি মারিয়াস ভাইজার ২০১৪ সালে পুতিনকে ‘জুডোর নিখুঁত প্রতিনিধত্বকারী’ হিসেবে প্রশংসা করেছিলেন।

আরও পড়ুন: রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট পদ থেকে পুতিনের এই বরখাস্তের সিদ্ধান্ত দেশটির ওপর আরোপ করা সর্বশেষ ক্রীড়া নিষেধাজ্ঞা। ইউক্রেন ইস্যুতে নিষেধাজ্ঞার অংশ হিসেবে সেপ্টেম্বরে সোচিতে অনুষ্ঠিতব্য ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সও বাতিল করা হয়েছে।

অন্য দিকে, হামলার চতুর্থ দিনেও ইউক্রেনে রাশিয়ার মধ্যে চলছে তীব্র লড়াই। ইউক্রেন দাবি করেছে যে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও সংঘর্ষ চলছে রুশ সেনা ও ইউক্রেনের সৈন্যদের মধ্যে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ

রাশিয়ার এমন আগ্রাসনের জবাবে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়ার বহু আর্থিক সংস্থা এই নিষেধাজ্ঞায় পড়েছে। এবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন খোদ পুতিনও। যার সবশেষ নজির জুডোতে তার নিষিদ্ধ হওয়া। পুতিনের জুডোপ্রীতি কারও অজানা নয়।

৬৯ বছর বয়সী এই রাশিয়ান প্রেসিডেন্ট জুডোতে ব্ল্যাকবেল্টধারী। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সান্মানিক সভাপতির পাশাপাশি তিনি সংস্থার শুভেচ্ছাদূতও। কিন্তু ইউক্রেনে হামলার ঘটনায় তাকে সরিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে আগামী ২০-২২ মে রাশিয়ার কাজানে যে জুডোর গ্র্যান্ড স্ল্যাম হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা