আন্তর্জাতিক ডেস্ক: এক দলিত যুবক ও তার ছেলেকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে একদল লোকের বিরুদ্ধে। মারধর করার পরে তাদেরকে জোর করে প্রস্রাব খাওয়ানো হয়। ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের বারমেরে। খবর ইন্ডিয়া টুডে।
পুলিশ জানিয়েছে, রাজস্থানের বারমেরের গোহাদ কা তালা গ্রামের বাসিন্দা রাইচাঁদ মেঘওয়াল ও তার ছেলে রমেশ বাজারের একটি মুদি দোকানে পণ্যসামগ্রী কিনতে গিয়েছিলেন। তখন প্রায় ১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এসময় ভুক্তভোগী দলিত বাবা ও ছেলেকে বেধড়ক মারধর করে জোর করে প্রস্রাব খাওয়ানো হয়।
মারধরের পরে স্থানীয়রা দু’জনকে প্রথমে চৌহাতানের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাদের বারমের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই দু’জন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মারধর ও নির্যাতনের একপর্যায়ে দলিত রাইচাঁদ মেঘওয়ালের একটি দাঁত ভেঙে গেছে। একইসঙ্গে আঘাত পেয়েছেন মাথায়ও। তার ছেলে রমেশের হাত ও পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এই ঘটনায় স্থানীয় বিজরাদ থানায় ১৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার মূল অভিযুক্ত খেত সিংয়ের সঙ্গে রাইচাঁদের ‘পারিবারিক বিবাদ’ রয়েছে। আর তার জের ধরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাননিউজ/এএসএম