আন্তর্জাতিক

সেই লি ওয়েনলিয়াংকে ‘শহীদ’ ঘোষণা করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাস সম্পর্কে সহকর্মীদের সতর্ক করার চেষ্টায় আন্তর্জাতিক পরিচিতি পাওয়া উহানের চিকিৎসক লি ওয়েনলিয়াংকে অবশেষে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করেছে চীন।

সম্প্রতি এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।

করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারানো ১৪ চিকিৎসকের সঙ্গে তাকে শহীদ আখ্যা দেয়া হয়েছ।

বিবিসি’র খবরে বলা হয়, গত ডিসেম্বরে করোনা ভাইরাস ছড়ানোর প্রাথমিক পর্যায়ে নিজের সহকর্মীদের ভাইরাসটি সম্পর্কে সতর্ক করেছিলেন ওয়েনলিয়াং। উহানের স্থানীয় সরকার সে সময় ভাইরাসটি নিয়ে তথ্য ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।

খবরে আরো বলা হয়, ভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশ না করতে চিকিৎসকদের উপর নির্দেশ ছিল। তিনি সে নির্দেশ অমান্য করে ব্যক্তিগত এক চ্যাট গ্রুপে সহকর্মীদের সতর্ক করেছিলেন। এজন্য পুলিশি জেরার সম্মুখীন হয়েছিলেন তিনি। তাকে দিতে হয়েছিল জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তিও।

তবে পরবর্তীতে এ খবর প্রকাশ পেলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। অনেকে তাকে জাতীয় বীর হিসেবে আখ্যা দেন।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহানে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে মারা গেছেন ১৪ স্বাস্থ্যকর্মীও।

তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, চীন সরকার তাদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েনলিয়াংয়ের নামও।

ওয়েনলিয়াং পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ধারণা করা হয়, এক করোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়েই তার শরীরে ভাইরাসটির সংক্রমণ হয়েছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা