আন্তর্জাতিক

পাক প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ‘৩১ শে জানুয়ারির আগে পদত্যাগ করুন, না হয় লং মার্চের মুখোমুখি হোন।’ এভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সময় বেঁধে দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।

বেনজির ভুট্টোর ১৩তম মৃত্যুবার্ষিকীতে গারহি খুদা বখশে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

রোববার (২৭ ডিসেম্বর) এ অনুষ্ঠানে উপস্থিত নেতারা এর আগে প্রয়াত বেনজির ভুট্টোর কবর জিয়ারত করেন। এদিন হাজার হাজার মানুষের ঢল নামে পিপিপির প্রয়াত নেত্রী বেনজির ভুট্টোর সমাধিতে। তারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি তার প্রয়াত মা বেনজির ভুট্টোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তার আদর্শ এখনও বেঁচে আছে, যখন তার সঙ্গে যারা লড়াই করেছেন, তাদেরকে কোথাও দেখা যায় না। সাবেক সামরিক স্বৈরাচার জিয়াউল হকের সমাধি এখন জনশূন্য। অন্যদিকে সাবেক সেনাপ্রধান ও সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ কাপুরুষের মতো স্বেচ্ছায় নির্বাসনে বসবাস করছেন।”

বিলাওয়াল বলেন, “২০০৭ সালে বেনজির ভুট্টো যখন দেশে ফেরেন, তিনি জানতেন তাকে হত্যা করা হতে পারে। কিন্তু তিনি তাতে পিছপা হননি।”

ইমরান খানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি চান না দেশ একটি প্রকৃত গণতান্ত্রিক সিস্টেমের অধীনে পরিচালিত হোক। এখানে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে তাদের অধিকার ও কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে যারা ‘সিলেক্ট’ করেছে, তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু তারা তাকে দেশ চালানোর সক্ষমতা দেয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং গণমানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলার জন্য জবাবদিহি করতে হবে ইমরান খানকে।

এ সময় তিনি ইমরান খানকে ‘পাপেট’ বা হাতের পুতুল হিসেবে অভিহিত করেন। বিলাওয়াল বলেন, পাপেট প্রধানমন্ত্রী মানুষের দুর্ভোগের বিষয় বুঝতে পারেন না, কারণ, তিনি জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। তিনি অভিযোগ করেন, ফেডারেল সরকার বেলুচিস্তান এবং সিন্ধু দখলের চেষ্টা করছে। কিন্তু তাদেরকে আমরা এটা করতে দেবো না। বিলাওয়াল বলেন, চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) শুধু তখনই সফল হবে, যখন স্থানীয় অধিবাসীরা এ থেকে সুবিধা পাবেন, কর্মসংস্থান হবে। আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান যদি পদত্যাগ করে ঘরে ফিরে যেতে ব্যর্থ হন তাহলে ইসলামাবাদমুখী লংমার্চে প্রস্তুত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা