স্বাস্থ্য

বরিশাল বিভাগে মৃত্যু শত ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলের ওই ছয় জেলায় মোট রোগী দাঁড়িয়েছে পাঁচ হাজার ২০২ জন। এ সময়ে চারজন মারা গেছেন। যাদের বয়স ৫৫ বছর থেকে ৭৭ বছর বয়সের মধ্যে। ওই চারজনের মৃত্যুর মধ্য দিয়ে বরিশাল বিভাগে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিলো করোনা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মঙ্গলবার (২২ জুলাই) সুস্থ হয়েছেন ৮৫ জন। ফলে করেনাজয়ী মোট সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭৯০ জন। এই কর্মকর্তা মনে করেন, বরিশাল বিভাগ নিয়ে ভয়াবহ ভয়ের কিছু এখনো প্রতীয়মান নয়। তবে মানুষকে আরও সচেতন হতে হবে। এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তারা অসচেতনতার কারণে করোনার শিকার হয়েছেন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত ১৩৬ দিনে বরিশাল জেলায় নতুন করে ৩১ জনসহ দুই হাজার ২৪২ জন, পটুয়াখালীতে নতুন ২৪ জনসহ ৯২৯ জন আক্রান্ত হন। ভোলা জেলায় নতুন কারও করোনা শনাক্ত না হওয়ায় আগের ৪৭৭ জন এখন পর্যন্ত আক্রান্ত। পিরোজপুর জেলায় নতুন ৪৯ জনসহ ৫৯৭ জন, বরগুনা জেলায় ১৭ জন নতুনসহ ৫৪৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৯ জনসহ ৪১৪ জন করোনা আক্রান্ত হন। তবে বরিশাল জেলায় এক হাজার ২০৩ জন, পটুয়াখালী জেলায় ৪৮০ জন, ভোলা জেলায় ৩২৭ জন, পিরোজপুর জেলায় ২২০ জন, বরগুনা জেলায় ২৮৬ জন এবং ঝালকাঠি জেলায় ২২৫ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

মার যাওয়াদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৩৯ জন, পটুয়াখালী জেলায় ২৭ জন, ভোলায় পাঁচজন, পিরোজপুর জেলায় ৮ জন, বরগুনা জেলায় ১২ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস...

মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফির...

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বা...

বন্ধ রয়েছে মাদারীপুরের গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ

আজ বৃহস্পতিবার মাদারীপুর শহরের অধিকাংশ এলাকায় এলপি গ্যাসের সংকট দেখা গেছে। এত...

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা