স্বাস্থ্য

মেয়াদোত্তীর্ণ ডিভাইসে আসছে ভুল রিপোর্ট!

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে প্রায় এক বছর আগে মেয়াদোত্তীর্ণ হওয়া ডিভাইস দিয়ে চলছে গর্ভধারণ পরীক্ষা। এই সময়ে ওই ডিভাইস দিয়ে পাঁচ সহস্রাধিক নারীর পরীক্ষা করা হয়েছে। এতে ভুল রিপোর্ট আসায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে নারী রোগীদের। পাশাপাশি পজিটিভের স্থলে নেগেটিভ এবং নেগেটিভের স্থলে পজেটিভ ফলাফল আসায় তারা হয়রানির শিকার হচ্ছেন। তারা এই হাসপাতালে একরকম রিপোর্ট পাচ্ছেন, আবার বাইরে থেকে টেস্ট করালে আরেকরকম রিপোর্ট পাচ্ছেন। একাধিক চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে আর্থিক গচ্চাও দিতে হচ্ছে।

রোগীদের স্বজনরা এ নিয়ে প্যাথলজি বিভাগে চ্যালেঞ্জ করলে ডিভাইস মেয়াদাত্তীর্ণের বিষয়টি প্রকাশ পায়। অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে লাভবান হয়েই সংশ্লিষ্টরা মেয়াদাত্তীর্ণ ডিভাইস ব্যবহার করেছেন।

ভুক্তভোগী পিরোজপুরের স্বরূপকাঠী এলাকার আনিসুর রহমানের স্ত্রী কাজল বেগম জানান, এ বছর জানুয়ারি মাসের প্রথম দিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গর্ভধারণ টেস্ট করতে আসেন। টেস্ট রিপোর্টে তার গর্ভধারণ নিশ্চিত করা হলেও তার সন্দেহ হয়। পরে ফার্মেসি থেকে গর্ভধারণ কুইক টেস্ট দিয়ে নিজেই পরীক্ষা করে দেখেন তিনি গর্ভবতী নন। এতে তিনি চিন্তিত হয়ে পুনরায় হাসপাতালের প্যাথলজি বিভাগে টেস্ট করাতে যান। সেই রিপোর্টেও তাকে গর্ভবতী দেখানো হয়। এভাবে একের পর এক পজেটিভ-নেগেটিভ রিপোর্টে কাজল চিন্তিত হয়ে পড়েন।

নিরুপায় হয়ে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে তার আগের পরীক্ষার রিপোর্ট দেখান। চিকিৎসক পুরোপুরি নিশ্চিত হতে কাজলকে আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। আল্ট্রাসনোগ্রামে তিনি গর্ভবতী নন বলে চিকিৎসক নিশ্চিত করেন। এতে করে শের-ই বাংলা হাসপাতালের গর্ভধারণ টেস্ট ডিভাইসের পরীক্ষা ভুল প্রমাণিত হয়। এভাবে অনেক নারী শের-ই বাংলা হাসপাতালে গর্ভধারণ টেস্ট করাতে এসে হয়রানির শিকার হয়েছেন।

প্যাথলজিক্যাল বিভাগ সূত্র থেকে জানা গেছে, গর্ভধারণ টেস্টের জন্য প্রতি রোগীর কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হয়। এক হিসাবে দেখা গেছে, ওই সময়ের ব্যবধানে পাঁচ হাজার রোগীর কাছ থেকে চার লাখ টাকা আদায় করা হয়েছে। অথচ সেবা পাওয়ার বদলে রোগীদের আর্থিক ক্ষতির পাশাপাশি পারিবারিকভাবে হেয় হতে হয়েছে।

অভিযোগ রয়েছে, প্যাথলজি বিভাগের সিনিয়র টেকনোলজিস্ট ইনচার্জ আশিষ কুমার সোমসহ সংশ্লিষ্টরা ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে মেয়াদোত্তীর্ণ ডিভাইস দিয়ে কাজ চালিয়ে আসছেন। ওই মেয়াদোত্তীর্ণ ডিভাইস দিয়ে গর্ভধারণ পরীক্ষা নিরাপদ নয় বলে মনে করছেন সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আশিক দত্ত ও ডা. মলয় কৃষ্ণ বড়াল। তারা বলেছেন, ‘গর্ভধারণ টেস্ট ডিভাইসটির মেয়াদোত্তীর্ণের বিষয়টি আমাদের আগে জানা ছিল না। জানার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট টেকনোলজিস্টদের ওই ডিভাইস দিয়ে পরীক্ষা না করার নির্দেশ দিয়েছি। এছাড়া প্রায় এক বছর ধরে মেয়াদোত্তীর্ণ ডিভাইস দিয়ে কীভাবে পরীক্ষা করা হচ্ছে সেটিও খতিয়ে দেখা হবে।’

তবে ইনচার্জ আশিষ কুমার সোম অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। বর্তমানে ওই পদে ইনচার্জের দায়িত্বে থাকা মজিবর রহমান বলেন, ‘গর্ভধারণ টেস্ট ডিভাইসটির মেয়াদোত্তীর্ণের খবরটি আমিও জানতাম না। এখানকার দায়িত্ব নিয়ে আমি ডিভাইসটির বিষয়টি আশিষ কুমারকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি স্বীকার করেছেন। আশিষ বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও তারা কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছেন।’

এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, ‘গর্ভধারণ টেস্ট ডিভাইসটির মেয়াদোত্তীর্ণ হওয়ার খবরটি আমাদের জানা ছিল না। আমি জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই ডিভাইস দিয়ে টেস্ট বন্ধের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে কাদের যোগসাজশে ওই ডিভাইস এতদিন সচল রাখা হয়েছিল সেটিও তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল...

সবজির বাজার উর্ধ্বমুখী, মাছের দাম ও লাগাম ছাড়া

রমজান ও ঈদ পরবর্তী সময়েও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ফেরেনি।...

"সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে, পেশার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে": কামাল উদ্দিন সবুজ

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবু...

নীলফামারীতে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হ...

ফেনীতে স্কুলছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ২

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে জিম্মি করে ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দুই য...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা