ছবি: সংগৃহীত
ফিচার

সুন্দরবনে রেঞ্জ অফিস চত্বরে বাঘ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: সুন্দরবনের অনেক প্রাণী এখন আর চোখে পড়ে না, প্রায় বিলুপ্তির পথে। তবে সম্প্রতি বেশ কয়েকবার দেখা গেছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। এবার খোদ পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের চত্বরেই বাঘের দেখা মিলেছে।

আরও পড়ুন: সবজি কিনতেও হিসেব

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সরাসরি ও রাত ১২ টার দিকে বাঘের উপস্থিতি টের পান বনরক্ষীরা। সন্ধ্যায় বাঘটি রেঞ্জ অফিস চত্বরে বিচরণকালে হরিণের পালে আক্রমণ করে।

এ সময় বনরক্ষীরা কৌশলে বাঘটি তাড়িয়ে দিলে গভীর রাতে আবার ফিরে আসে। এ ঘটনার পর থেকে রেঞ্জ কর্মকর্তাসহ বনরক্ষীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ নিয়ে চলতি বছরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন অফিসে ৪ বারে ৬ টি বাঘের দেখা পেলেন বনরক্ষীরা। গত ৭ অক্টোবর রাতে ধানসাগর ফরেস্ট স্টেশন অফিসের বনরক্ষীদের ব্যারাকের সামনে ২ টি বাঘ দেখা গেছে।

আরও পড়ুন: আগাম শিম চাষে লাভবান শার্শার কৃষক

এর আগে ৮ আগস্ট সকালে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার। এ সময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন বনরক্ষীরা।

এছাড়া গত ৩ ফেব্রুয়ারি দুপুরে রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ি অফিসের পুকুর পাড়ে দেখা মেলে জোড়া বাঘের। একদিন ও একরাত (প্রায় ২২ ঘন্টা) সেখানে অবস্থান করে বাঘ ২ টি আবার বনে ফিরে যায়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ পড়ছিলেন। পুরোপুরি অন্ধকার নামেনি। তখন অফিস চত্বরে কয়েকটি হরিণ ঘাস খাচ্ছিল। অফিসের বেলকুনিতে দাড়িয়ে শিশু কন্যাকে নিয়ে তার স্ত্রী সেই হরিণের বিচরণ দেখছিলেন।

আরও পড়ুন: নোবিপ্রবির চলন্ত বাসে হামলা

এরই মধ্যে বনের ভেতর থেকে বিশাল একটি বাঘ এসে আক্রমণ করে হরিণের পালে। তার স্ত্রী ও কন্যা বাঘ বাঘ বলে চিৎকার করে রুমের মধ্যে চলে যায়।

এ দৃশ্য ব্যারাক থেকে বনরক্ষীরা দেখতে পেয়ে তাকে (রেঞ্জ কর্মকর্তা) মোবাইল করে জানান। এ সময় নানাভাবে শব্দ করে বাঘটি তাড়িয়ে দেওয়া হয়।

বাঘটি বনে চলে যাওয়ার সময় এক বনক্ষী টর্চ লাইট দিয়ে মোবাইলে ভিডিও করার চেষ্টা করলেও তা স্পষ্ট হয়নি। পরবর্তীতে রাত ১২ টার দিকে হরিণের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পান তারা। এতে ধারণা করা হয়, বাঘটি গভীর রাতে আবার ফিসে এসে হরিণ শিকারের চেষ্টা করেছে।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে আজও উত্তপ্ত গাজীপুর

এসিএফ শেখ মাহাবুব হাসান জানান, আগেও গভীর রাতে প্রায়ই বাঘ এসেছে রেঞ্জ অফিস চত্বরে। সরাসরি দেখতে না পেলেও বিভিন্ন স্থানে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে বুঝতে তা পেরেছেন তারা। তবে এভাবে সন্ধ্যার সময় আসেনি কখনো। তারা আতঙ্কের মধ্যে আছেন।

বাঘ দেখার পর থেকে রাতে কেউ বাইরে বের হচ্ছেন না। সন্ধ্যার পরে কোনো বনরক্ষীকে একা বের হতে নিষেধ করা হয়েছে।

এসিএফ আরও জানান, রেঞ্জ অফিসটির পূর্বপাশ থেকেই গহীন বন এবং পশ্চিমপাশে ভোরা নদী। তাই পূর্বপাশ থেকেই বাঘ-হরিণসহ বিভিন্ন প্রাণি অফিস চত্বরে সহজেই প্রবেশ করতে পারে।

আরও পড়ুন: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস

পূর্বপাশের পৌনে এক কিলোমিটার এলাকা যদি কাঁটা তারের বেড়া দিয়ে আটকানো যায়, তাহলে আর কোনো বন্যপ্রাণি ঢুকতে পারবে না। বাঘ দেখার পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই হয়তো সুরক্ষার ব্যবস্থা করা হবে।

রেঞ্জ কর্মকর্তা মাহাবুব হাসান জানিয়েছেন, পূর্ব সুন্দরবনে গত ৫ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে বাঘ গণনা শুরু হয়েছে। চাঁদপাই রেঞ্জে চলছে ক্যামেরা বসানোর কাজ। শরণখোলা রেঞ্জে ক্যামেরা বসানো শুরু হলে রেঞ্জ অফিসের কাছে একটি ক্যামেরা স্থাপনের জন্য বলা হবে সংশ্লিষ্টদের।

সম্প্রতি যেভাবে বাঘের দেখা মিলছে, তাতে মনে হচ্ছে সুন্দরবনে আগের তুলনায় বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাঘ সংরক্ষণে এ জরিপ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

আরও পড়ুন: রাজধানীতে যানচলাচল স্বাভাবিক

রোববার (৫ নভেম্বর) দুপুরে বনের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র থেকে এ উদ্ধোধন করা হয়। পরে উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। তাই সুন্দরবন সুরক্ষা করে বাঘ সংরক্ষণ করতে হবে। তাই দ্বিতীয়বারের মতো বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ গণনার কাজ শুরু হয়েছে'।

এ সময় উপমন্ত্রীর সাথে খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহাসিন হোসেন, বন্যপ্রাণি ব্যবস্থাপনা বিভাগের (খুলনা) বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোঃ নুরুল করিম, চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব ও করমজল বন্যপ্রাণি প্রজনন ও পর্যটন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবিরসহ বাঘ গণনার কাজে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরনখোলা রেঞ্জের আওতায় প্রাকৃতিক বনে ক্যামেরা বসিয়ে বাঘের সংখ্যা নির্ণয় করা হবে। সুন্দরবনে কতোগুলো বাঘ রয়েছে তার সংখ্যা আগামী বছরের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে ঘোষণা করা হবে।

এ তথ্য দিয়ে বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহাসিন হোসেন জানান, ২০১৩-১৪ সালে প্রথমবার সুন্দরবনে বাঘ সংরক্ষণ ও জরিপ কাজ শুরু করা হয়। ২০১৫ সালে সেই জরিপে ১০৬ টি বাঘ সুন্দরবনে আছে বলে জানা যায়।

এরপর ২০১৮ সালে জরিপ চালিয়ে ১১৪ টি বাঘের তথ্য পাওয়া যায়। এখন সে বাঘ কমেছে নাকি বেড়েছে, তা জানতে রোববার থেকে নতুন করে জরিপ চালানোর কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন: জেলিফিশ ঘিরে অর্থনীতিতে নতুন আশা

আগামী বছরের এপ্রিল মাসে এ জরিপ কাজ শেষ হবে উল্লেখ করে তিনি আরও জানান, সুন্দরবনের চাঁদপাই এবং শরনখোলা রেঞ্জে ৩০০ টি ষ্টেশনে দুটি করে মোট ৬০০ ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।

পরে তা বিশ্লেষণ শেষে ২০২৪ সালের ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে বাঘের প্রকৃত সংখ্যা তুলে ধরা হবে। 'বাঘ সংরক্ষণ প্রকল্পে'র আওতায় বাঘ গণনার কাজে দুই কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।

ড. আবু নাসের মহাাসিন জানান, সুন্দরবনে বাঘের শিকার প্রাণি বাড়ছে। গত বছর এর সংখ্যা ছিল ৮২ হাজার। এখন তা বেড়ে দাড়িয়েছে এক লক্ষ ৪২ হাজার। তাই সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি

বনবিভাগ সূত্র জানায়, বাঘ গণনার বৈশ্বিক যে পদ্ধতি সেটা হলো ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি। এর মাধ্যমে বাঘের ঘনত্ব নির্ণয় করে বাঘের সংখ্যা নির্ণয় করা হয়।

বাংলাদেশেও একই পদ্ধতি অনুসরণ করে ৬ হাজার বর্গ কিলোমিটারের ৪৪০০ বর্গ কিলোমিটারে বাঘ গণনার কাজ চালানো হবে। ক্যামেরার মাধ্যমে বাঘের মুখমণ্ডল ও ডোরা কাটার ছাপ উঠে আসবে। এটা জটিল একটা পরিসংখ্যান কাজ। এ কাজ করেই বাঘের সংখ্যা বের করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিপ্রবির সঙ্গে নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশনের চুক্তি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...

হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা...

ভালুকায় ছুরিকাঘাতে যুবক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চো...

সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে হঠাৎ ডাউন হয়ে যাওয়ার সাড়ে ৩ ঘণ্...

পাপিয়া সারোয়ার মারা গেছেন

বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া স...

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে তীব্র শীত।...

মার্চে রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ...

ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত

ঝালকাঠি প্রতিনিধি : অগ্রহায়নের শেষে দক্ষিণের জনপদ ঝালকাঠিতে...

ভারত থেকে ট্রেনে এলো আলু

জেলা প্রতিনিধি : ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন...

গত ৩টি নির্বাচন বিতর্কিত ছিল

নিজস্ব প্রতিবেদক : বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল মন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা