ভোলা প্রতিনিধি: "উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন" প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় জেলা ভোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা
দিবসটি উপলক্ষে উপকূলীয় বন বিভাগ ভোলা জেলার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বন বিভাগের সামনে থেকে একটি র্যালি বের হয়ে চরনোয়াবাদ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপকূলীয় বন বিভাগের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফিতরার হার নির্ধারণ
উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগ ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদফতর ভোলার সহকারী পরিচালক মোহাম্মদ তোতা মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাল চরের রেঞ্জ কর্মকর্তা সুফল রায়, লালমোহন উপজেলার রেঞ্জ কর্মকর্তা আশীষ কুমার দে ও বন বিভাগের সুফল প্রকল্প সিএমওজাফর আলম ভুইঞা।
আরও পড়ুন: বয়লার বিস্ফোরণে নিহত ২
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ বনভূমি। একটি বনে প্রতি বর্গ কিলোমিটারে ৫০ হাজার থেকে ১ লাখ গাছ থাকে। বছরে ৭৪০ কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং ১০০ কেজি পর্যন্ত অক্সিজেন দেয়। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষা করা দুটো কাজই বনাঞ্চলগুলো করে থাকে।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের প্রাকৃতিক বন, সামাজিক বন ও উপকূলীয় বন রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে
তারা বলেন, বন বা বৃক্ষরাজি আমাদেরকে যেমনিভাবে অক্সিজেন দেয়, তেমনিভাবে জলবায়ুর পরিবর্তনের সংকটময় মুহূর্তে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলে উষ্ণায়ন ও দুর্যোগের কবল থেকে দ্বীপবাসীর সুরক্ষায় উপকূলজুড়ে সবুজবেষ্টনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দ্বীপের রক্ষাকবচ খ্যাত সবুজ প্যারাবন রক্ষায় বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের নিকট জোর দাবি জানান।
পাশাপাশি বিশ্ব বন দিবসে বৃক্ষের প্রতি যত্নশীল হওয়া ও বৃক্ষরোপন কর্মসূচি জোরদার করার অঙ্গিকার করেন তারা।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            