নিজস্ব প্রতিনিধি: আজ বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। এ দিন ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান
শনিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা ৩৫ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।
দূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ভারতের কলকাতার দূষণ স্কোর ২৪৭। অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর। রাজধানীর ঢাকার স্কোর ২০৮। অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: অক্টোবরে দুর্ঘটনা ৪৬৪, নিহত ৫০২
এরপরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এ শহরের বায়ুর মানের স্কোর ১৭৭। অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক নির্দিষ্ট কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে।
সংস্থাটি জানিয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তু কণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। ঢাকার বাতাসে আজ যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২১ গুণ বেশি।
আরও পড়ুন: ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত
আইকিউএয়ারের প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার জন্য দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন। এটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।
একিউআই সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আরও পড়ুন: আরও ১১ প্রাণহানি, শনাক্ত ১৩৩৩
বায়ুদূষণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠী, যেমন- বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। বিশেষজ্ঞদের পরামর্শ, তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার।
স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১-৩০০ হলে, তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            