সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আরিফ হোসেন ও মমিন উল্যা নামে দুইজন আরোহী নিহত হয়েছে।
আরও পড়ুন : ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রামদয়াল বাজার এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে এবং মমিন একই এলাকার মনির হোসেনের সন্তান।
পুলিশ জানায়, তারা দু’জন মোটরসাইকেলে করে আলেকজান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
আরও পড়ুন : পটুয়াখালীতে রাজনৈতিক সৌহার্দ্য এগিয়ে নেয়ার সভা
রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সান নিউজ/এমআর