নিজস্ব প্রতিবেদক: হিট অ্যালার্টের মেয়াদ আরও ৩ দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: রাজধানীতে হিট স্ট্রোক যুবকের মৃত্যু
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান জানান, এর আগে জারি করা ৩ দিনের হিট অ্যালার্টের মেয়াদ বুধবার (২৪ এপ্রিল) শেষ হয়েছে। আজ থেকে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, হিট অ্যালার্ট জারি করে আমরা সরকারকে জানিয়ে দেই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্টরা তাদের করণীয় যা, সেটা করবে।
আরও পড়ুন: গাজীপুরে তুলার গোডাউনে আগুন
আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান, তাপমাত্রা গতকালের থেকে আজ কিছুটা বেড়েছে। চলতি মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা মে মাসের ২/৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে।
এর আগে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত
মো. আজিজুর রহমান জানান, আপাতত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার কোনো লক্ষণ দেখছি না। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায় এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।
সান নিউজ/এনজে