বিনোদন ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে তার স্ত্রী সোফির সাথে বিচ্ছেদ হয়েছে। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: তোপের মুখে ইধিকা
বুধবার (২ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে বিচ্ছেদের এ খবর নিজেই প্রকাশ করেন ।
ট্রুডো-সোফির বিচ্ছেদের খবরে বাংলাদেশের মানুষের ঘুম হারাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষ বিষয়টি নিয়ে হৈ-চৈ করছে। তাতে বিরক্ত ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি।
নিজের ফেসবুকে একাউন্টে বিরক্তি প্রকাশ করেছেন মাহি। রাগের ইমুজিসহ লিখেছেন, ‘বুঝলাম না, ট্রুডো-সোফির কোনো সমস্যা নেই। আমরা কেন মারা যাচ্ছি?’ তার এমন পোস্টে মন্তব্যকারীরাও সহমত প্রকাশ করে দুইকথা লিখে গেছেন।
আরও পড়ুন: মুক্তির অনুমতি পেয়েছে ‘মুজিব’
২০০৫ সালে ট্রুডো ও সোফি বিয়ে করেন। তাদের ৩ টি সন্তান আছে। বড় জনের বয়স ১৫ বছর। ৫১ বছর বয়সি ট্রুডো, ৪৮ বছর বয়সি সোফির বিচ্ছেদের কারণ এখনো নিশ্চিত নয়।
ধারণা করা যাচ্ছে, ট্রুডোর সাথে রাজনীতিবিদ মেলানিয়া জোলির সাথে তার সম্পর্কের গুঞ্জন। যদিও সত্যতা বা প্রমাণ তেমন মেলেনি।
আরও পড়ুন: সিনেমায় কাজের বিপরীতে কিছু চায়!
অনেকে ধারণা করছে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সময় না দেওয়ায়,ব্যস্ততার কারণেই হয়তো ভেঙে গেছে তাদের সংসার। এমনকি সম্পর্কে চিড় ধরতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সান নিউজ/এএ/এইচএন