ছবি-সংগৃহীত
বিনোদন

যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন অপু

বিনোদন ডেস্ক : গত মাসে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে আগে থেকেই ছিলেন জয়ের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর ছেলেকে নিয়ে সেখানকার বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরা করেন সাবেক এই তারকা দম্পতি। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসার পর বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন : শ্রদ্ধাকে হাঁটু গেড়ে প্রেম নিবেদন

যুক্তরাষ্ট্র থেকে ফিরে কলকাতায় যান অপু বিশ্বাস। সেখান থেকে ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে উঠে আসে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ। অপু বলেন, ‘আমেরিকা তো স্বপ্নের দেশ। সেখানকার প্রায় সব জায়গাই ঘুরে বেড়ানোর মতো। আমার কাছে মনে হয় যারা আমেরিকায় গিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে গেলেও সেটা ঘুরে বেড়ানোর জায়গা। সেরকমই ঘোরা হয়েছে আমাদের।’

বাবা-ছেলের সম্পর্ক একদমই বন্ধুর মতো উল্লেখ করে অপু বলেন, ‘তাদের (শাকিব-জয়) মধ্যে সম্পর্ক এখন বন্ধুর মতো। তো দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, তার থেকে সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না। আমেরিকায় গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মাঝে।’

এসময় ছেলে কর্তৃক বাবাকে ফতুর করা প্রসঙ্গে অপু বলেন, ‘ওটা আসলে আমি কিছুটা মজা করেই বলেছিলাম। জয় আসলে প্রচুর খেলনা কিনেছে। প্রতিদিন একটি-দুটি করে খেলনা কিনতো। সকালে কিনতো বিকেলে ভেঙে ফেলত, একটাও কাজের ছিল না। জয়ের একটি বদঅভ্যাস আছে। সে কোনো কিছু দেখলে স্ক্রু-ডাইভার দিয়ে সেটি খোলার চেষ্টা করে। জানার চেষ্টা করে। আবার সেটি ঠিকও করে ফেলে।’

আরও পড়ুন : ‘প্রিয়তমা’ দেখে কাঁদলেন শাকিব

ছেলে জয়কে তো অনেককিছুই কিনে দিলেন শাকিব খান, মাকে ঠিক কী গিফট দেওয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরে বলাই হয় তাহলে আমি বলব জয়ই আমার কাছে সবচেয়ে বড় গিফট।’

প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন উঠেছে আবারও এক ছাদের নিচে সংসার করতে চলেছেন শাকিব-অপু। তবে এখনো এ বিষয় নিয়ে পরিষ্কার কিছু বলেননি সাবেক এই দম্পতি। কাজেই কিং আর কুইনের ফের একসঙ্গে সংসার হবে কি না, তা সময়ই বলে দেবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা