বিনোদন ডেস্ক: মাদক মামলায় ছেলে আরিয়ান খানের গ্রেফতারের পর ভেঙে পড়েন বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। শুটিং, সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া বন্ধ করে দেন।
শেষ পর্যন্ত ছেলের মুক্তির পর যেন হাঁপ ছেড়ে বাঁচলেন খান। ফলে ঘটনার প্রায় ৪ মাস পর তিনি ইনস্টাগ্রামে পোস্ট দেন। তবে সেটা ব্যক্তিগত কোনো কিছু নয়। একটি বিজ্ঞাপন পোস্ট। এতে তার স্ত্রী গৌরীকেও দেখা যায়।
এদিকে শাহরুখের বিজ্ঞাপনে খুশি তার ভক্তরা। এরই মধ্যে সেই ভিডিওর ভিউ ছয় লাখের বেশি হয়েছে। আর কমেন্ট তো রয়েছেই।
প্রসঙ্গত, এর আগে শেষবার গত বছরের ১৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শাহরুখ খান।
সাননিউজ/জেএস