বিনোদন

আমি সরকারের কাছে ২৫ লাখ টাকা পাই : টোকন ঠাকুর

বিনোদন ডেস্ক : সরকারি অনুদানে নির্মাণাধীন কাঁটা সিনেমার পরিচালক টোকন ঠাকুরের বিরুদ্ধে করা সার্টিফিকেট মামলায় তথ্য মন্ত্রণালয় সিনেমাটি নির্মাণের সর্বশেষ পরিস্থিতি এক মাসেও আদালতকে জানাতে পারেনি।কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর সেদিন সাংবাদিকেদের বলেছিলেন “সরকার নয়, বরং আমিই বৈধভাবে সরকারের কাছে ২৫ লাখ টাকা পাই। যার অর্ধেক অংশ পেলেও ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে পারতাম। তা না পাওয়ায় টাকা সংগ্রহরে চাপ আমার থেকেই যচ্ছে।”

সোমবার নির্মাতা টোকন ঠাকুরের হাজিরার দিনে নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, সিনেমার অগ্রগতি নিয়ে প্রতিবেদন এখনও জমা পড়েনি কেন। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ সিদ্দিক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার বাবা অসুস্থ থাকায় তিনি প্রতিবেদন তৈরি করতে পারেননি। বিচারক তখন জিজ্ঞাসা করেন, ওই কর্মকর্তার বাবা একমাস ধরেই অসুস্থ কি না।

আর টোকন ঠাকুরকে বিচারক বলেন, সিনেমা তৈরির কাজ শেষ করার পাশাপাশি তিনি যেন নিয়মিত হাজিরা দেন। “আপনাদের মত সৃজনশীল লোকের কাছ থেকে এ রকম প্রত্যাশা করি নাই। আপনার সিনেমা শেষ করতে কী পরিমাণ সময় লাগবে।”

উত্তরে টোকন বলেন, “এডিটিং চলছে। এরপর ডাবিং, সাউন্ড, আবহ সঙ্গীত, গান রেকর্ডিং, কালার কারেকশন ও এনিমেশন করার পর আমি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। বিচার বিভাগের সবাইকে দেখানোর জন্য একটি বিশেষ প্রদর্শনী করব। আমি সিনেমার শতভাগ ফুটেজ গত বছরের শেষ দিকে মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং তা আদালতেও জমা দেওয়া হয়েছে।”

টোকন জানান, তিন দিন আগে তার বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সে কারণে তাকে ঝিনাইদহের ক্লিনিক থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ‘কাঁটা’ চলচ্চিত্রের নির্মাতা টোকন ঠাকুর‘কাঁটা’ চলচ্চিত্রের নির্মাতা টোকন ঠাকুরআদালতে হাজিরা দেওয়ার জন্য তিনি রোববার রাতে ফরিদপুর থেকে ঢাকায় আসেন এবং সকালে আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত থেকেই আবার ফরিদপুরে যাবেন।

কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর। অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনও উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়। ওই মামলায় গত মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানায় গত ২৫ অক্টোবর ঢাকার কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টোকন ঠাকুরকে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন দেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা