বিনোদন

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে শুভ আর হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক:

আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী ও জন এফ কেনেডীকে নিয়ে আগেই তৈরি হয়েছে বায়োপিক। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে সে মানের কোনো বায়োপিক এখনো তৈরি হয়নি বাংলাদেশে। যদিও একটা নির্মানের প্রচেষ্ঠা হয়েছিল সেটা খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। এবার বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের চমক হিসেবে আসছে বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিক।

যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ খবরটা আগেই জানা ছিল। তবে চুড়ান্ত ছিল না কারা কারা আসলে অভিনয় করছেন।

অবশেষে আজ এলো সেই চুড়ান্ত শিল্পী তালিকা। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক তালিকায় বঙ্গবন্ধুর বায়োপিকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়। বিএফডিসির ওয়েবসাইটে আংশিকভাবে প্রকাশিত সেই তালিকায় বঙ্গুবন্ধু হিসেবে রয়েছে আরিফিন শুভর নাম। আর শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এই তালিকায় ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়। পাশাপাশি তাদের চরিত্রের নামও প্রকাশ করা হয়েছে।

সেই তালিকার শুরুতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা।

সেই আংশিক তালিকা অনুযায়ী জানা গেছে, বঙ্গবন্ধু চরিত্রে আরেফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ও জান্নাতুল সুমাইয়া। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন, সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল ইসলাম সাচ্চু (এ কে ফজলুল হক), রাইসুল ইসলাম আসাদ ( আব্দুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ দাদা), ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমেদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

ছবিটি পরিচালনা করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ রছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

ছবিটির মহরত হবে ১৭ মার্চ বঙ্গুবন্ধুর জন্মদিনে। বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট রাখা হয়েছে ৩৫ কোটি টাকা। মূল বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার।

এই বায়োপিকের মাধ্যমে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা