সান নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ক্রিকেটসহ তিনটি খেলার ওপর অনার্স বা স্নাতক পড়ার সুযোগ।
আরও পড়ুন : জরুরি বোর্ড মিটিংয়ে বিসিবি
মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিকেএসপিতেই দেশের প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে চার বছর মেয়াদি ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ বিভাগ। যেখানে ক্রিকেট, অ্যাথলেটিকস ও সাঁতার বিষয়ে অনার্স বা স্নাতক পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ কার্যক্রমে স্নাতক (সম্মান) শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন : ঢাকায় বিশ্বকাপের ট্রফি
এ বিষয়ে অধ্যয়ন করতে হলে ভর্তিচ্ছ প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় এবং ২০১৯ ও ২০২০ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬.৫ পেতে হবে।
এছাড়া আবেদনকারী শিক্ষার্থীর যেকোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতাও থাকতে হবে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            