ছবি : সংগৃহিত
সারাদেশ
ভজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ই শারমিনের বিরুদ্ধে জাতীয় দিবস পালনে অনিহা, শিক্ষকদের সঙ্গে অসম্মানজনক আচরণ, স্বেচ্ছাচারিতা-দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : রাসিক মেয়র লিটনের পদত্যাগ

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহী বিভাগীয় উপপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সদরের মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চারটি গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা পড়াশুনা করে আসছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবার পারস্পারিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফুর্তভাবে পাঠদানের মাধ্যমে এলাকায় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

কিন্তু গত ২০১৯ সালে ভাঙ্গুড়া উপজেলা থেকে বদলী হয়ে আসা বর্তমান প্রধান শিক্ষক নুর ই শারমিন অত্র বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই তার অসংলগ্ন আচরণ ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে পড়াশোনা, চাকুরীর পরিবেশ, শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে অসহযোগিতামূলক ভীতিকর পরিবেশ সৃষ্টি করায় শিক্ষার মান নিম্নগতিতে ধাবিত হয়েছে।

আরও পড়ুন : ভোলায় স্মার্ট ভূমি সপ্তাহ শুরু

বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নকল্পে বিভিন্ন ধরনের কার্যকলাপ বিগত প্রধান শিক্ষকদের মত পরিলক্ষিত হয় না। প্রায়ই তিনি সহকর্মীদের সাথে অসম্মানজনক আচরণ ও হুমকি দিয়ে থাকেন। এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পড়া-শোনার বিঘ্নিত ঘটছে।

এছাড়াও তিনি আসার পর থেকে বিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমের পদক্ষেপ নিতে দেখা যায়নি। তার দাম্ভিকতার কারনে তিনি এ ধরনের কার্যকর পদক্ষেপ নেন না। এছাড়া জাতীয় দিবস সমুহ পালনে রয়েছে তার বিশেষ অনীহা। যেকোন জাতীয় দিবস নীতিমালা অনুযায়ী এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আড়ম্বরপূর্ণ ও যথাযথভাবে পালন করেন না।

গত ৭ ই মার্চ ২০২৩ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার কথা থাকলেও তিনি তা করেন নি। প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রজেক্টরের মাধ্যমে পদক অনুষ্ঠান দেখানোর কথা থাকলেও তিনি দেখাননি। শিক্ষার্থীদের ক্লাস না নিয়ে অফিসে খোশগল্পে মেতে ছিলেন। এসকল আচরণ স্পষ্টতঃ জাতীয় দিবস তথা স্বাধীনতা,বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিরোধী মনোভাবের বহি:প্রকাশ ঘটেছে তার মধ্যে।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, এর আগে তিনি ভাঙ্গুড়ার চর লক্ষীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় নিয়মিত স্কুলে আসতেন না। বাবা কলেজের শিক্ষক ও স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নিজের ইচ্ছামত স্কুল পরিচালনা করতেন। সেখানে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসতে থাকায় সেখান থেকে তাকে সদরের ভজেন্দ্রপুরে বদলী করা হয়। এখানে এসেও তিনি সুষ্ঠু শিক্ষার পরিবেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।

আরও পড়ুন : ভালুকায় ভূমি সেবা সপ্তাহ পালিত

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের কয়েকজন জানান, আমাদের এই স্কুলে কোন জাতীয় দিবসই পালন করা হয় না। স্কুলের প্রধান শিক্ষক কোন শিক্ষার্থীর অভিভাবকদেরও কোনদিন ডাকেন না। নিজের ইচ্ছামত স্কুল পরিচালনা করে আসছেন। যেহেতু তিনি কোন জাতীয় দিবস পালন করেন না তাহলে তিনি সরকার ও স্বাধীনতা বিরোধী। এজন্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।

ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জেসমিন আরা শিল্পী বলেন, আমাদের প্রধান শিক্ষক সব সময় আমাদের সঙ্গে উগ্র আচরণ করেন। ভাষা খারাপ করে কথা বলেন। জাতীয় দিবসগুলো ওনি পালন করেন না। পালন করলেও দায়সারাভাবে করে।

তিনি আসার পর থেকে স্কুলের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তার মত শিক্ষক ও শিক্ষাবিরোধী, স্বাধীনতার চেতনার ঘোরবিরোধী প্রধান শিক্ষককে অপসারণ করে আমাদের এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুন : সম্পত্তি বিক্রি করে তালগাছ রোপণ বৃদ্ধার

আরেক শিক্ষক আফরোজা আক্তার বলেন, আমাদের সঙ্গে উগ্র আচরণ করেন। সব সময় মানসিক টর্চারে রাখেন। আর আমরা এর প্রতিবাদ করলে বলে যে বেশি কথা বললে এর প্রতিফলন ভোগ করতে হবে কিন্তু। কথায় কথায় আমাদের বিরুদ্ধে নোটিশ জারি করেন। আমাদের বেশ কয়েকবার হুমকিও দিয়েছেন। আমরা তার বিরুদ্বে থানায়ও জিডি করেছি। এই স্কুল থেকে তাকে দ্রুত অপসারণ করতে আহবান জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ই শারমিন বলেন, হঠাৎ আমার বিরুদ্ধে এমন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। এমন ঘটনা মিথ্যা ও বানোয়াট।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। স্কুলে গিয়ে শিক্ষকদের জবানবন্দি নিয়ে পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি:...

খাগড়াছড়িতে ৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

দীর্ঘতম আলপনায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: এশিয়াটিক এক্সপে...

খাগড়াছড়িতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

শিবগঞ্জে তেলের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তেলে...

বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে বজ্রপাতে সিহাব জমাদ্দার (১৫) নামে...

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ...

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ...

কেএনএফের আরও ৯ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি : বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে...

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা