শিক্ষা
সমসাময়িক শিল্প ও সংস্কৃতি উদযাপনে 

‘ট্রান্সফরমিং ন্যারেটিভস মেলা অ্যান্ড সিম্পোসিয়াম’ আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল

সান নিউজ ডেস্ক: সমসাময়িক শিল্প ও সংস্কৃতি উদযাপনের লক্ষ্যে, কালচার সেন্ট্রাল চলতি মাসের ১৯ থেকে ২১ মার্চ ব্রিটিশ কাউন্সিল, আর্টস কাউন্সিল ইংল্যান্ড ও বার্মিংহাম ভিত্তিক ১০ টি সাংস্কৃতিক কেন্দ্রের সাথে অংশীদারিত্বে ‘ট্রান্সফরমিং ন্যারেটিভস মেলা অ্যান্ড সিম্পোসিয়াম’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করবে।

‘ট্রান্সফরমিং ন্যারেটিভস’ একটি আন্তর্জাতিক প্রোগ্রাম, যা সৃজনশীল ও সাংস্কৃতিক খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং বার্মিংহামের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে; একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শহরের শিল্পী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংস্কৃতিক ও সৃজনশীলতা বিনিময় করতে এ উদ্যোগটি সহায়ক ভূমিকা পালন করবে।

এ লক্ষ্যে তিনদিনব্যাপী একটি অনলাইন উৎসব আয়োজন করা হবে, যেখানে বার্মিংহাম, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা তাদের নতুন শিল্পকর্ম, সঙ্গীত ও চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ পাবেন এবং সেখানে তারা এ বিষয়গুলো নিয়ে আলোচনা-সমালোচনা ও এগুলোর প্রভাব নিয়েও কথা বলতে পারবেন। এটি সকাল ১০ টা থেকে বিকাল ৪টা (জিএমটি), দুপুর ৩ টা থেকে রাত ৯টা ( পিকেটি) ও বিকাল ৪ টা থেকে রাত ১০ টা (বিএসটি) পর্যন্ত চলবে।

এ অনলাইন উৎসবে অংশ নিতে আগ্রহীরা এই ঠিকানায় www.transformingnarratives.com প্রবেশ করে টিকিট প্রি-বুক করতে পারবেন। যারা এ উৎসবে অংশ নিতে পারবেন না তারা ট্রান্সফরমিং ন্যারেটিভস এর ইউটিউব ও ফেসবুক চ্যানেলে এ উৎসবটি দেখতে পাবেন।

অংশগ্রহণকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানে উৎসবের তিনদিন জুড়ে একসাথে তিনটি অনুষ্ঠান চলবে। এ অনলাইন উৎসবে একটি মেলা আয়োজন করা হবে, যেখানে পাকিস্তানের আহসান বারী ও শেখ ডায়না এর যৌথ প্রয়াসে নির্মিত ‘ঢাকা সে করাচি চ্যাপ্টার টু’ চলচ্চিত্রটি দেখানো হবে। এ চলচ্চিত্রটির মূল প্রতিপাদ্যে হলো এখানে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচি’র বিভিন্ন বিষয়ের গল্পকে সমান্তরাল ভাবে তুলে ধরা হয়েছে। একই সাথে, নিজ বাসভূমের প্রতি ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ, পরিবার- সম্পর্ক, নিজস্ব পরিচয় নিয়ে বাংলাদেশের শেহজাদ চৌধুরী ও মাহতাব হুসেইনের নির্মিত ছবি ‘ডিয়ার...কাইন্ডেস্ট’ ও দেখানো হবে।

আলোচনা সভা বা সিম্পোসিয়ামের দিন বিভিন্ন বিষয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্কের আয়োজন করা হবে। শিল্প অবকাঠামোগুলোর মধ্যে বিভিন্ন উদ্যোগ ও ‘সেলফ অরগানাইজড’ গ্রুপগুলো কীভাবে স্থানীয় শিল্পগুলোকে বৈশ্বিক পরিসরে আকৃতি প্রদান করছে সেখানে তা নিয়েই আলোচনা করা হবে।

ট্রান্সফরমিং ন্যারেটিভস কমিউনিটির শিল্পী, তত্ত্বাবধায়ক ও শিল্পখাতের নেতৃত্বপ্রদানকারীদের নিয়ে ‘ওয়ান-অন-ওয়ান’ আলোচনার (আলাপ) আয়োজন করা হবে।

এ নিয়ে ট্রান্সফরমিং ন্যারেটিভস এর প্রকল্প পরিচালক সোফিনা জ্যাগোট বলেন, ‘বার্মিংহাম, বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে পারস্পরিক সুবিধা প্রদানের জন্য সাংস্কৃতিক বিনিময়ের পথকে সুগম করাই ট্রান্সফরমিং ন্যারেটিভস এর লক্ষ্য। এ মেলা ও আলোচনা সভা (সিম্পোসিয়াম) আমাদের উদ্ভাবনী প্রোগ্রামগুলোর বিভিন্ন উপাদানগুলোকে একই বিন্দুতে মিলিত করতে সাহায্য করবে।

এ উৎসবের মাধ্যমে ট্রান্সফরমিং ন্যারেটিভস এর বিভিন্ন অর্জন, সংযোগ ও কাজগুলো ভাগাভাগি করতে আমরা সচেষ্ট রয়েছি এবং তিনটি দেশের মধ্যে ভবিষ্যতের সৃজনশীল ও সাংস্কৃতিক সংযোগ স্থাপনে এটি নতুন দিগন্তের সূচনা করবে।’

এ নিয়ে ট্রান্সফরমিং ন্যারেটিভস’র ক্রিয়েটিভ প্রোডিউসার সাদিয়া রহমান বলেন, ‘গত চার বছরে পাঁচশ’রও বেশি মানুষের সাথে কাজ করেছে ট্রান্সফরমিং ন্যারেটিভস এবং এ উৎসবটি পারস্পরিক সম্পৃক্ততার বিষয়টিকে প্রতিফলিত করবে। বার্মিংহাম, পাকিস্তান ও বাংলাদেশে অনেক বচৈত্র্যিতা রয়েছে।

এ মেলা ও আলোচনা সভায় ভৌগলিক ও লৈঙ্গিক দৃষ্টিকোণ সহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোর সাথে সম্পৃক্ত বিষয়গুলো তুলে ধরা হবে। ট্রান্সফরমিং ন্যারেটিভস এর মাধ্যমে বিস্তৃত পরিসরের বিভিন্ন কাজ আদান-প্রদান করার পাশাপাশি এর প্রভাবগুলো প্রদর্শন করতে পারবো বলে প্রত্যাশা করছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা