শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

সজিবুর রহমান,বশেমুবিপ্রবি প্রতিনিধি: টানা ৭ দিন আন্দোলনের পর ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে আল্টিমেটামের সময়।

আরও পড়ুন: আমি ন্যায়বিচার পাইনি, আপিল করব

বুধবার (২ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু এ কথা জানান।

গত ২৩ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হলে পরদিন সকাল থেকে ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ওইদিন বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্হানীয়রা। তারপর থেকে ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করতে থেকে শিক্ষার্থীরা।

৭২ ঘন্টার আল্টিমেটামে শিক্ষার্থীরা ২টি দাবি জোরালো ভাবে তুলেছে। দাবি দুটি হলো, হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ সেলিম এমপি'র সাথে ভিডিও কনফারেন্স করে শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস আদায় করা।

আরও পড়ুন:ভক্তরা আমার জন্য রোজা রেখেছেন

শিক্ষার্থীরা জানান এ দাবি দুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আশ্বস্ত করেছে। তাই শিক্ষকের উপর আস্থা রেখে তারা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। যদি ৭২ ঘন্টার ভিতরে শিক্ষার্থীদের দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন আরও তীব্র হবে বলেও জানান শিক্ষার্থীরা।

এর আগে আন্দোলনের ৭ম দিনে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়ে শুরু হয়। পরে দুপুরে হামলাকারীদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা একই দাবি উত্থাপন করেন।

আরও পড়ুন:জাতিসংঘে মহীসোপানের তথ্য পেশ

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় ৭/৮ জন ধর্ষক গণধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। এই ঘটনায় পুলিশ ও র্যাব ১০ জনকে গ্রেফতার করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা