শিক্ষা

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ও বুয়েট

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)৷ এই তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)।

গতবছরের মতো এবারও কিউএস র‍্যাংকিংয়ে এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০তম৷

এর মানে হলো, এ দুটি বিশ্ববিদ্যালয় তালিকার শেষ ২০০ তে অবস্থান করছে। তালিকার ৫০০ এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয় না এ র‍্যাংকিংয়ে।

পার্শ্ববর্তী দেশ ভারতের ২১টি ও পাকিস্তানের সাতটি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান করে নিয়েছে৷

বুধবার (১০ জুন) নিজেদের ওয়েবসাইটে 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২১' শীর্ষক বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের এই তালিকা প্রকাশ করেছে কিউএস ৷ ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় তারা৷

এ নিয়ে টানা তৃতীয়বার কিউএস র‍্যাংকিংয়ে ৮০১-১০০০তম অবস্থানে জায়গা পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট৷ ২০১৮ সালে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই র‍্যাংকিংয়ে স্থান পেয়েছিল৷ ওই বছরের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৭০১-৭৫০তম৷

কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাংকিংগুলোর একটি মনে করা হয়৷ এই র‍্যাংকিংয়ে ছয়টি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়৷ এগুলো হলো একাডেমিক খ্যাতি (Academic Reputation), চাকরির বাজারে সুনাম (Employer Reputation), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (Faculty-Student Ratio), শিক্ষক প্রতি গবেষণা-উদ্ধৃতি (Citations per faculty), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (International faculty ratio) ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (International Student Ratio)৷

ছয়টি সূচকের মোট স্কোর ১০০৷ এর মধ্যে একাডেমিক সুনামে ৪০, চাকরির বাজারে সুনামে ১০, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২০, শিক্ষকদের গবেষণার উদ্ধৃতিতে ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ৫ করে স্কোর থাকে৷ তালিকায় থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের স্কোর প্রকাশ করেনি কিউএস৷

কিউএসের প্রকাশিত নতুন এই র‍্যাংকিংয়ে ভারতের ৮টি ও পাকিস্তানের তিনটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে বিশ্বসেরা ৫০০-এর মধ্যে৷ সার্ক ভুক্ত অন্য ৫টি দেশ থেকে কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি৷

এশিয়া থেকে অন্যদের মধ্যে চীনের ৫১টি, জাপানের ৪১টি, মালয়েশিয়ার ২০টি, সৌদি আরবের ১০টি, ইরানের ৫টি, ইসরায়েলের ৬টি ও সিঙ্গাপুরের ৩টি বিশ্ববিদ্যালয় সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে৷ ইউরোপ থেকে অন্যদের মধ্যে জার্মানির ৪৫টি, ইতালির ৩৬টি, ফ্রান্সের ২৮টি, নেদারল্যান্ডসের ১৩টি ও ফিনল্যান্ডের ৯টি বিশ্ববিদ্যালয় আছে এই তালিকায়৷

কিউএসের এই র‍্যাংকিংয়ে শীর্ষ দশে ৫টিসহ মোট ১৫১টি বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাষ্ট্রের৷ এর মধ্যে ১০০-তে ১০০ স্কোর নিয়ে টানা ৯ম বারের মতো তালিকায় প্রথম হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি), ৯৭ দশমিক ৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়৷ আর শীর্ষ দশে ৪টিসহ যুক্তরাজ্যের মোট ৮৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়৷ এর মধ্যে ৯৬ দশমিক ৭ স্কোর নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পঞ্চম আর ৯৪ দশমিক ৩ স্কোর নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় রয়েছে সপ্তম অবস্থানে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শতবর্ষী বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি

নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামে শতাধিক বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐত...

নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিড...

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ভোট চলছে

জেলা প্রতিনিধি: ৭৬টি ঝুঁকিপূর্ণ ক...

খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে এক...

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃ...

অস্ত্রসহ গ্রেফতার ৩ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারী...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হো...

বম জনগোষ্ঠীর মানববন্ধন

জেলা প্রতিনিধি: রুমায় সাধারণ বম জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা