শিক্ষা

দেশ সচল হলেও বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলমান লকডাউন ১০ আগস্ট শেষ হচ্ছে। আর ১১ আগস্ট থেকে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কিছু বলা হয়নি।

অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো আছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। উদ্বেগ থাকলেও প্রথম কয়েক মাসে ভাইরাসটি সেভাবে ছড়ায়নি। তবে ১৭ মার্চ রাখতে বন্ধ করা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিবারই ধাপে ধাপে বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। আর গত মে মাসে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার তারিখও জানানো হয়। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেঙ্গল ভ্যারিয়েন্টের কারণে শাটডাউন দেয়ায় আর খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান।

সরকার এরই মধ্যে জানিয়েছে, টিকা না দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। কিন্তু এখন পর্যন্ত টিকার যে বয়স সীমা নির্ধারণ করা আছে, তাতে স্কুল তো নয়ই, কলেজেও শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা না। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বয়স সীমায় পড়ে না।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে সর্বনিম্ন ২৫ বছরের বয়স সীমার বাইরে আলাদা তালিকা করা হচ্ছে। সেই টিকাদান শুরু হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া হয়নি। হয়নি অষ্টম শ্রেণি সমাপনী জেএসসি আর পঞ্চম শ্রেণি সমাপনী পিইসি পরীক্ষা। কোনো স্কুলে নেয়া হয়নি বার্ষিক পরীক্ষাও। সব শিক্ষার্থীদেরকেই অটো পাস করিয়ে দেয়া হয়েছে।

এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া যায়নি। ফলে একটি শিক্ষাবর্ষ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। আর বিশেষ করে স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারায় কর্মজীবনে প্রবেশে সময় লাগছে বেশি। এ কারণে বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাঙ্গন চালুর দাবি উঠেছে। তবে সরকার ঝুঁকি নিতে চাইছে না।

তবে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। এরই মধ্যে প্রশ্নপত্র ছাপা হয়ে গেছে।

গত ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেই সঙ্গে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনা করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি, কওমি মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল...

বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাছ বিক্রি করতে গিয়ে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃ...

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল প...

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের পৃ...

গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কারের চেষ্টা

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি জি এম হিরু ও সাধারণ সম্পাদক মাহফিজু...

কালীগঞ্জে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার আয়োজনে বিনামূল্যে সেলাই, হস্তশিল্প ও বিউটিফিকেশন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা