ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবিতে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, আহত ৭

নজরুল ইসলাম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেসের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

সোমবার (১৩ মে) সন্ধ্যায় সাড়ে ৬ টায় ক্যাম্পাসসংলগ্ন নুরজাহান মহিলা হোস্টেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু হলসংলগ্ন পদমদী এলাকার নুরজাহান মহিলা হোস্টেলে থাকেন বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষেও শিক্ষার্থী মেফতাহুল জান্নাত ফারিয়া। তার গত ৪ মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় ম্যানেজার বিবেক বিশ্বাস বিল দিতে বলেন।

ওই ছাত্রী বিল পরিশোধ করতে গেলে কথা কাটাকাটি হয়। পরে ওই ছাত্রীকে মেস ছেড়ে দিতে বলেন ম্যানেজার। পরে ওই ছাত্রী তার বিভাগের বন্ধু আবু হানিফ পিয়াসকে বিষয়টি জানান।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

পিয়াস মেসে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে নিরাপত্তাকর্মী তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে পিয়াস আরও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে সেখানে গেলে ম্যানেজারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা এসে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে সমাজকল্যাণ বিভাগের সাকিব আলি, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আবু হানিফ পিয়াস, ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি বিভাগের নাইম রেজা ও ইংরেজি বিভাগের হৃদয় আবির, স্থানীয় আশিক ও সাংবাদিকসহ ৭ জন আহত হন।

এ বিষয়ে মেফতাহুল জান্নাত ফারিয়া বলেন, সন্ধ্যায় বিদ্যুৎ বিল দিতে গিয়েছিলাম। টাকা নেয়ার সময় ম্যানেজার বাজে ইঙ্গিত ও স্পর্শ করার চেষ্টা করেন। পরে ওনার হাতে টাকা না দিয়ে ছুড়ে দিই। তখন আমাকে ‘বেয়াদব মেয়ে’ বলে সম্বোধন করে এবং পরিবারের নাম্বার চায়। পরে ধমক দিয়ে মেস ছেড়ে দিতে বলে।

আরও পড়ুন: দাখিলে এবারও শীর্ষে এনএস কামিল মাদরাসা

বিষয়টি আমার বন্ধুকে জানাই। বন্ধু পিয়াস বিষয়টি নিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে গেলে নিরাপত্তাকর্মী তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে অন্য বন্ধুরা আসলে তাদেরকে স্থানীয় লোকজন মারধর করেন। এ অবস্থায় আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর অভিযোগ জানাবো।

ফারিয়ার বন্ধু আহত আবু হানিফ পিয়াস বলেন, আমাদের বান্ধবীর সাথে কিছুদিন ধরে মেস ম্যানেজার বাজে ব্যবহার করে আসছিল। বিভিন্ন সময় মেস ম্যানেজার তাকে বাজে ইঙ্গিত দেয়। এছাড়াও মেসের অন্য মেয়েদের সাথেও খারাপ আচরণ করেন তিনি।

আরও পড়ুন: ববির শিক্ষার্থীদের উপর হামলা

আজকেও আমার বান্ধবীর সাথে খারাপ আচরণ করলে আমরা কয়েকজন সেখানে যাই। পরে কথা কাটাকাটির একপর্যায়ে ম্যানেজার আমার এক বন্ধুকে চড় মারে। পরে আমরা সেখানে গেলে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আমাদের ওপর চড়াও হয়।

আহত নাঈম রেজা বলেন, আমি রাতে খেতে বের হয়ে দেখি ওখানে বন্ধু-বান্ধবরা আছে। সেখানে গিয়ে দেখি বন্ধু-বান্ধবীর সঙ্গে মেস ম্যানেজার বাজে আচরণ করেছে। পরে ওখানে হাতাহাতি মতো হয়েছিল। এতে কয়েকজনের ইঞ্জুরিও হয়।

অভিযুক্ত ম্যানেজার বিবেক বিশ্বাস বলেন, ওই মেয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে সেগুলোর কোন সত্যতা নেই। আমি তার সাথে এমন কোন আচরণ করিনি।

আরও পড়ুন: সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না

মেসের দায়িত্বরত কর্মচারী শিউলী বলেন, মেয়েটি এর আগেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সে মাঝে মধ্যে অনেক রাতে বাইরে-যাওয়া আসা করে।

এ বিষয়ে স্থানীয় মাতব্বর রেজাউল করিম খান বলেন, মেস মেনেজারের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সেটা বাড়িওয়ালাকে জানালে ব্যবস্থা নেয়া হতো। কিন্তু মেয়েটা সেটা না করে তার বন্ধুদের ডেকে নিয়ে এসে একটা হুলস্থুল কান্ড ঘটিয়েছে। যেসব শিক্ষার্থীরা এসব করছে, তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনা পরপরই আমরা সেখানে উপস্থিত হই। উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে কেউ আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: কনডেম সেল নিয়ে রায়, আপিলের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি এখনো কোনো পক্ষেরই লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির কেউ উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থালে কোনো সহকারী প্রক্টর থাকে না। আমি আমজাদকে বিষয়টি মনিটরিংয়ের জন্য বলেছি। আমি নিজেও রাত ১১ টা পর্যন্ত মনিটরিং করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩: মনোনয়ন পরিবর্তন চেয়ে লাগাতার কর্মসূচি

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার...

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুন্সীগঞ্জ হানাদার...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসে...

জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, একই দিনে গণভোট

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘো...

২৪ ঘণ্টায় ৪২ ফুট গর্ত খুঁড়েও পাওয়া যায়নি সাজিদকে

৪২ ফুট পর্যন্ত খনন করেও রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়...

মুন্সীগঞ্জ-৩: মনোনয়ন পরিবর্তন চেয়ে লাগাতার কর্মসূচি

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার...

মাহফুজ-আসিফের সম্পদের হিসাব প্রকাশের দাবি

দুর্নীতি বিরোধী ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা দ...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসে...

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর, প্রচারণা শুরু ২২ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুসারে মনোনয়নপত্র জমা...

আসিফ রাজপথে গড়ে ওঠা সংগ্রামী নেতা: নুর

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ জানানোর পর আসিফকে ঘি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা