সম্প্রতি মন্বয়ক পরিচয় দেওয়া আকাশের নেতৃত্বে উত্তরায় তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে সাংবাদিকদের ওপর ওই হামলার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ চক্রের হোতা আকাশ (২৪) সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা (হজ্জ ক্যাম্প) আর্মি ক্যাম্প। আকাশের অপর দুই সহযোগীরা হলো মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টের ভেতর দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে হামলা চালায় ২০/২৫ জনের একটি কিশোরগ্যাং বাহিনী। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আসাদুর রহমান ওরফে আকাশসহ অন্যদের নামে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা। এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা।
উত্তরা আর্মি ক্যাম্প সূত্র জানায়, চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় জনসাধারণের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজিসহ নানারকম বেআইনী কার্যক্রমে লিপ্ত ছিলো। এছাড়া আকাশের নেতৃত্বে কিশোরগ্যাং বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।
এসকল অভিযোগের প্রেক্ষিতে আকাশসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আশকোনা উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।
সাননিউজ/আরআরপি