জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় একটি মুরগিবাহী কাভার্ডভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে করে কাভার্ডভ্যানে থাকা হাজারো মুরগির বাচ্চা পুড়ে মারা যায়।
আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল ২ শিশুর
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, কাভার্ডভ্যানের চালক কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে ঢাকা-পাবনার ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি দাঁড় করিয়ে তাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে মুরগির বাচ্চাগুলো সব পুড়ে মারা যায়। এসময় কাভার্ডভ্যানের চালককেও দুর্বৃত্তরা মারপিট করে পালিয়ে যান।
আরও পড়ুন: চাল বোঝাই ট্রাকে আগুন
তিনি আরও জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয় নি। জড়িতদের শনাক্তে কাজ প্রক্রিয়া চদুর্বৃত্তরা মাস চলছে।
সান নিউজ/এএ